নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করছে সরকার: রিজভী
২৮ মার্চ ২০২৫ ১৬:১১ | আপডেট: ২৮ মার্চ ২০২৫ ১৭:২৭
ঢাকা: নির্বাচন নিয়ে সরকার ধোঁয়াশা তৈরি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (২৮ মার্চ) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রিকশা, ভ্যান ও অটোচালকদের ঈদ উপহার দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, ‘জাতীয় নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করছে অন্তর্র্বতী সরকার। একেক সময় একেক বক্তব্য দিয়ে পতিত সরকারের মতোই বিভ্রান্তি ছড়াচ্ছে তারা। জাতীয় নির্বাচন ডিসেম্বর না জুনে— এমন দোদুল্যমান বক্তব্য না দিয়ে স্পষ্ট ও সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করে জাতিকে আশ্বস্ত করতে হবে।’
‘আন্দোলন কি শুধু নির্বাচন করার জন্য হয়েছে?’— এনসিপি নেতাদের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, ‘নির্বাচন সুষ্ঠু হয়নি বলেই তো আন্দোলন হয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করেননি শেখ হাসিনা। ক্ষমতা রক্ষার জন্য দেশকে একটি কারবালায় পরিণত করেছিলেন তিনি। সে কারণেই দেশের ছাত্র-জনতা তারু বিরুদ্ধে আন্দোলন করে তাকে ক্ষমতাচ্যুত করেছে।’
রিজভী বলেন, ‘‘অন্তর্বর্তী সরকার সরাসরি জনগণের ভোটে নির্বাচিত না হলেও জনগণের সমর্থন তাদের প্রতি রয়েছে। আন্দোলন করা সব দল তাদের সমর্থন দিয়েছে। সেই সমর্থন ধরে রাখতে দ্রুত অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে হবে।’’
তিনি বলেন, ‘১২২টি গার্মেন্টসের শ্রমিকরা এখনও বেতন পাননি, ১৫০ গার্মেন্টসের শ্রমিকরা বোনাস পাননি। সরকারের দায়িত্ব শ্রমকিদের বেতন ভাতার ব্যবস্থা করা। অবিলম্বে তাদের বেতন বোনাস পরিশোধ করে আনন্দের সঙ্গে ঈদ উদযাপনের ব্যবস্থা করে দিতে হবে।’
রিজভী বলেন, ‘জুলাই আন্দোলনে ১৭ জন রিকশাচালক জীবন দিয়েছেন। আমি তাদের বাসায় গিয়েছি। কী নিদারুণ কষ্টে তাদের পরিবারের সদস্যরা জীবন-যাপন করছে। ফ্রাসিবাদবিরোধী আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাদের পরিবার যেন অনাহারে না থাকে। তাদের পরিবারের দায়িত্ব সরকারকে নিতে হবে। তাদের সন্তানদের লেখা-পড়ার দায়িত্বও সরকারকে নিতে হবে। পরিবারের সদস্য যারা চাকরি পাওয়ার উপযুক্ত তাদের চাকরি দিতে হবে।’
ইশরাকের মেয়র পদ ফিরে পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘শেখ হাসিনা নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছিল। সে সময় চোর-ডাকাতরা এমপি হত। আর ভালো মানুষদের জায়গা হত কারাগারে। বেগম খালেদা জিয়া তার উদাহারণ। দেশে যদি সত্যিকার গণতন্ত্র থাকত তাহলে ২০১৪ সালেই বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হতেন।’
সারাবাংলা/এজেড/এমপি