ঈদুল ফিতরে ‘ঈদ র্যালি’ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাবি করেসপনডেন্ট
২৮ মার্চ ২০২৫ ১৫:৪৩
২৮ মার্চ ২০২৫ ১৫:৪৩
ঢাকা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবার ‘ঈদ র্যালি’ বের করার সিদ্ধান্ত নিয়েছে ঢাবি প্রশাসন। এতে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান র্যালিতে নেতৃত্ব দেবেন।
শুক্রবার (২৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের দিন সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআ’য় ঈদুল ফিতরের প্রথম জামাতের পর র্যালি শুরু হবে।
র্যালিটি টিএসসি হয়ে স্মৃতি চিরন্তন চত্বরে গিয়ে শেষ হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা র্যালিতে অংশগ্রহণ করবেন।
সারাবাংলা /এআইএন/এসডব্লিউ