সাঁথিয়ায় বাবাকে হত্যার ঘটনায় ছেলে গ্রেফতার
২৮ মার্চ ২০২৫ ১৪:৪৮
পাবনা: পাবনার সাঁথিয়া উপজেলার পাইকরহাটি ভাটিপড়ায় বাবাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় ঘাতক ছেলে মানিক (২২)-কে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (২৮ মার্চ) দুপুরে পাবনার র্যাব-১২ কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন স্কোয়াড্রন লিডার কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান।
তিনি লিখিত বক্তব্য বলেন, গত ২২ মার্চ সকালে সাঁথিয়া উপজেলার পাইকরহাটি ভাটিপড়া ছেলে কর্তৃক বাবাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় ঘাতক ছেলের বিরুদ্ধে নিহত মালেক শেখের স্ত্রী সাঁথিয়া থানায় একটি মামলা দায়ের করেন। র্যাবের অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর শ্রীপুর থেকে যৌথ অভিযান চালিয়ে বৃহস্পতিবার (২৭ মার্চ) রাতে অফিযুক্তকে গ্রেফতার করে।
তিনি আরও বলেন, নিহত ভিকটিম মালেক শেখ ছেলে মানিককে পারিবারিক প্রয়োজনে বাঁশ কাটার কাজ করতে এবং পরবর্তী ধানের জমিতে পানি দেওয়ার জন্য বলে। মানিক তার বাবার সাথে বাক বিতন্ডায় জড়িয়ে পড়ে এবং হাতে থাকা কুড়াল দিয়ে বাবাকে গলায় কোপ দেয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এই ঘটনায় অভিযুক্ত মানিককে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
সারাবাংলা/এনজে