Monday 31 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লঞ্চঘাটে নোঙর করা লঞ্চে অগ্নিকাণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ মার্চ ২০২৫ ১৪:৩১

লঞ্চে অগ্নিকাণ্ডের চিত্র। ছবি: সংগৃহীত

বরিশাল: বরিশালের মেহেন্দিগঞ্জের পাতারহাট লঞ্চঘাটে নোঙর করা এমভি সায়মুন-১ লঞ্চে অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. আলী আশরাফ জানান, রাত তিনটার দিকে ৯৯৯ কল আসে স্টিমারঘাটে নোঙর করা লঞ্চে আগুন লেগেছে। পরে ঘটনাস্থলে গিয়ে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ধারণা করা হচ্ছে, মাস্টার কেবিনের মশার কয়েল থেকেই আগুনের সূত্রপাত।

বিজ্ঞাপন

লঞ্চের লস্কর সুমন সরদার জানান, আগুন দেখে ছুটাছুটি করে নদীতে লাফিয়ে বাঁচেন তারা।

বরিশাল নদী বন্দর কর্মকর্তা সেলিম রেজা বলেন, রাত আড়াইটা থেকে তিনটার দিকে পাতারহাট লঞ্চঘাটে নোঙর করে রাখা এমভি সায়মুন-১ লঞ্চে অগ্নিকাণ্ড ঘটে। আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তা নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি আরও বলেন, ইঞ্জিন ছাড়া আগুনে গোটা লঞ্চের সবকিছুই পুড়ে গেছে। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গির আলম জানান, পাতারহাট লঞ্চঘাটে বরিশাল-মেহেন্দিগঞ্জ রুটে চলাচলকারী এমভি সায়মুন-১ লঞ্চটি নোঙর করা ছিল। রাত ৩টার দিকে হঠাৎ লঞ্চটিতে আগুন লাগে। কীভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি। তবে লঞ্চটি আগুনে পুড়ে গেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সারাবাংলা/এনজে

অগ্নিকাণ্ড লঞ্চ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর