Monday 31 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা-বেইজিংয়ের মধ্যে ৯ চুক্তি ও সমঝোতা স্মারক সই

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ মার্চ ২০২৫ ১৪:২৩ | আপডেট: ২৮ মার্চ ২০২৫ ১৬:৫৫

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং চীনা প্রেসিডেন্ট সি চিন পিং । ছবি: সংগৃহীত

ঢাকা : বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে একটি চুক্তি এবং আটটি সমঝোতা স্মারক সই করা হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) প্রধান উপদেষ্টার প্লেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রধান উপদেষ্টার চার দিনের চীন সফরের তৃতীয় দিনে দুই দেশের মধ্যে এই দ্বিপাক্ষিক চুক্তি ও স্মারকগুলো স্বাক্ষরিত হয় আজ।

সমঝোতা স্মারকগুলোর মধ্যে রয়েছে দুই দেশের কালজয়ী সাহিত্য ও শিল্পকর্মের অনুবাদ ও সৃজন, সাংস্কৃতিক ঐতিহ্য ও খবর আদান-প্রদান, গণমাধ্যম, ক্রীড়া এবং স্বাস্থ্য খাতে বিনিময় সহযোগিতা।

এর পাশাপাশি, প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক চীন সফরে দুই দেশের মধ্যে পাঁচ বিষয়ে সহযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে। এগুলো হলো- বিনিয়োগ আলোচনা শুরু করা, চীনের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল চালু, মোংলা বন্দরের আধুনিকীকরণ ও সম্প্রসারণ, একটি রোবট ফিজিওথেরাপি ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ এবং একটি কার্ডিয়াক সার্জারি গাড়ি অনুদান।

সারাবাংলা/জিএস/এসডব্লিউ

চুক্তি ও সমঝোতা স্মারক বাংলাদেশ-চীন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর