Monday 31 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই অভ্যুত্থানে শহিদের পরিবার ও আহতদের সহায়তা

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ মার্চ ২০২৫ ১৩:৩২ | আপডেট: ২৮ মার্চ ২০২৫ ১৫:৫৫

জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ (মাঝে)।

ঢাকা: জুলাই অভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্য ও আহত মোট ৬ হাজার ৩৪১ জনকে ৯৬.৬৭ কোটি টাকা আর্থিক সহায়তা দিয়েছে জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন।

শুক্রবার (২৮ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর শাহবাগে জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এ কথা জানান।

তিনি জানান, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণঅভ্যুত্থান অধিদফতর গঠন করা হয়েছে।

মীর স্নিগ্ধ জানান, ‘মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে জুলাই আগস্ট অভ্যুত্থান নিয়ে একটি অধিদফতর গঠন করা হয়েছে। আমরা যতোটুকু জানতে পেরেছি, সেই অধিদফতরের নাম ‘জুলাই অভ্যুত্থান অধিদফতর’। সেই অধিদফতরটি ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে। এ অধিদফতরের কাজ হলো সরকারিভাবে জুলাই এবং আগস্টে যারা শহিদ হয়েছেন এবং আহত হয়েছেন তাদের পুনর্বাসনসহ পারিবারিক বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করা।’

সিগ্ধ আরও জানান, ‘জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম শুরু হয় সেপ্টেম্বরের ১০ তারিখে। আজকে পর্যন্ত ৭৪৫ জন শহিদ পরিবারকে ৩৭ কোটি ২৫ লাখ টাকা সহায়তা করতে পেরেছি। গেজেটভুক্ত শহিদ পরিবারের মধ্যে ৮৭.১৩ শতাংশ পরিবারের কাছে আমরা পৌঁছাতে পেরেছি। আহতদের মধ্যে ৫ হাজার ৫৯৬ জনকে ৫৯ কোটি ৪১ লাখ টাকার সহায়তা দিতে পেরেছি। তালিকাভুক্ত মোট আহতের ৩৮.৩৯ শতাংশের কাছে আমরা পৌঁছাতে পেরেছি। এখন পর্যন্ত সর্বমোট ৬ হাজার ৩৪১ জনকে ৯৬ কোটি ৬৭ লাখ টাকা আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।’

এর আগে জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন এর লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন সিগ্ধ জানান, ‘আমাদের সংগঠন সম্পূর্ণ একটি বেসরকারি সংস্থা। জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারদের জন্য মূলত এ সংগঠন। মূলত আহত ও নিহতদের সহায়তার কাজে এই সংগঠন কাজ করে থাকে। শুধুমাত্র সহায়তাই নয়, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি যেন সবসময় সবার মাঝে উজ্জ্বল হয়ে থাকে সে লক্ষ্যেও কাজ করে যাচ্ছে সংগঠনটি। এছাড়াও জুলাই আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে সরকারিভাবে একটি অধিদফতর করেছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়।’

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের এক্সিকিউটিভ কমিটির মেম্বার ও জুলাই গনঅভ্যুত্থানে শহিদ সৈকতের বড় বোন সাবরিনা আফরোজ শ্রাবন্তী। এক্সিকিউটিভ কমিটির মেম্বার আহসান হাবিব ও কর্মকর্তা জাহিদুল ইসলাম।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ

আর্থিক সহায়তা জুলাই অভ্যুত্থানে শহিদ জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর