Monday 31 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় ড্রাম ট্রাকচাপায় মা-ছেলে নিহত

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৮ মার্চ ২০২৫ ১২:৪১

দুর্ঘটনার পরে বাইপাস গোল চত্তরে মানুষজন ভিড় জমায়।

কুষ্টিয়া: কুষ্টিয়া শহরে ড্রাম ট্রাকচাপায় মা ও শিশু সন্তান নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিশুটির বাবা আব্দুল কাদের সিদ্দিকী (৪০) আহত হয়েছেন। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৯টায় কুষ্টিয়া সদর উপজেলার বাইপাস গোল চত্তরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুষ্টিয়া শহরের গোশালা রোডের বাসিন্দা আব্দুল কাদের সিদ্দিকীর স্ত্রী ইতি খাতুন (২৮) ও তার তিন বছরের শিশু আহনাফ ইব্রাহিম (৩) ।

কুষ্টিয়া মডেল থানার উপ পরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, বগুড়ার কর্মস্থল থেকে স্ত্রী-সন্তানকে নিয়ে ঈদের ছুটিতে মোটরসাইকেলযোগে কুষ্টিয়ার নিজ বাড়িতে ফিরছিলেন আব্দুল কাদের। পথে বাইপাস এলাকায় থেকে একটি দ্রুতগামী ট্রাকের নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়। গুরুতর আহত হন বাবা আব্দুল কাদের।

নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে খবর দেওয়া হয়েছে। তবে এখনো ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি।

সারাবাংলা/এসডব্লিউ

মা- ছেলে নিহত সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর