রাজধানীর বনানীতে বাস উলটে আহত ৪২
স্টাফ করেসপন্ডেন্ট
২৮ মার্চ ২০২৫ ১২:০৭ | আপডেট: ২৮ মার্চ ২০২৫ ১৭:২৭
২৮ মার্চ ২০২৫ ১২:০৭ | আপডেট: ২৮ মার্চ ২০২৫ ১৭:২৭
ঢাকা: রাজধানীর বনানীতে পরিস্থান পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে বাসটিতে থাকা ৪২ যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার (২৮ মার্চ) সকালে বনানীর আর্মি স্টেডিয়ামের সামনে ফাঁকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল সারোয়ার বলেন, পরিস্থান পরিবহনের একটি বাস আজ ভোরে বনানী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উলটে যায়। বাসটি মূলত গার্মেন্টসকর্মীদের আনা-নেওয়া করতো। গার্মেন্টসকর্মীদের নিয়ে বাসটি গাজীপুর যাচ্ছিল। পথে বনানীতে এই দুর্ঘটনা ঘটে। এতে ৪২ জন শ্রমিক আহত হন। তবে ছয়জন বাদে বাকিরা তেমন গুরুতর আহত হননি। মালিকপক্ষ আহতদের দেখভাল করছে।
তিনি জানান, বাসটি কেন এবং কী কারণে উলটে গেলো তা খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।
সারাবাংলা/এমএইচ/এনজে