Monday 31 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর ১২টি কারখানা বন্ধ করলো পরিবেশ অধিদফতর

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ মার্চ ২০২৫ ১১:৫৮ | আপডেট: ২৮ মার্চ ২০২৫ ১৭:২৭

কারখানায় পুলিশের অভিযান। ছবি: সারাবাংলা

ঢাকা: বায়ুদূষণের অপরাধে রাজধানীর যাত্রাবাড়ির কোনাপাড়া এবং সাভারের আমিনবাজার এলাকায় ১২টি সীসা ব্যাটারি কারখানা বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদফতর। পরিবেশ অধিদফতর ও যাত্রাবাড়ি থানা পুলিশের যৌথ অভিযানে ২৮ মার্চ রাতে কোনাবাড়ির দুটি কারখানা সিলগালাসহ ছয়টি কারখানা বন্ধ করা হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) সকালে পরিবেশ অধিদফতর থেকে গণমাধ্যমকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে, এ সকল কারখানায় অবৈধভাবে ব্যাটারি ভেঙে এবং আগুনে গলিয়ে পরিবেশ দূষণ করা হচ্ছিল। এ থেকে সৃষ্ট দূষণের কারণে স্থানীয় বাসিন্দারা শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। অভিযানকালে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। তারা কারখানার অবস্থান চিহ্নিত করতে সহায়তা এবং গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করেন।

অন্যদিকে, সাভারের আমিনবাজার এলাকায় অবৈধভাবে সীসা পোড়ানোর ছয়টি ভাট্টি (চুল্লিসহ) গুড়িয়ে দেওয়া হয়। এ অভিযানে বাংলাদেশ পুলিশ ও র‍্যাব সহযোগিতা করে।

অভিযানের সময় পরিবেশ অধিদফতর স্থানীয়দের সচেতন হতে এবং ভবিষ্যতে এ ধরনের দূষণ রোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে আহ্বান জানায়। কোথাও এমন অবৈধ কারখানা চালুর তথ্য পাওয়া গেলে পরিবেশ অধিদফতরকে অবহিত করার জন্যও বলা হয় ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় যে বায়ুদূষণকারী সকল প্রকার কারখানা ও কার্যক্রমের বিরুদ্ধে পরিবেশ অধিদফতরের অভিযান অব্যাহত থাকবে।

সারাবাংলা/এফএন/এনজে

কারখানা পরিবেশ অধিদফতর বন্‌ধ