Monday 31 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে: যানবাহনের চাপ বাড়লেও বিড়ম্বনামুক্ত ঈদ যাত্রা

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৮ মার্চ ২০২৫ ১১:৩৩

ঝুঁকি থাকলেও মোটরসাইকেলে পদ্মা সেতু পাড়ি দিচ্ছেন যাত্রীরা। ফুটেজ ছবি

মুন্সিগঞ্জ: ঈদের ছুটি শুরু হয়ে যাওয়ায় রাজধানী ঢাকা থেকে নিজ গন্তব্যে ছুটতে শুরু করেছে মানুষ। এ কারণে শুক্রবার (২৮ মার্চ) ভোর থেকে দক্ষিণবঙ্গের প্রবেশপথ হিসেবে খ্যাত ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দূর পাল্লার যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে।

স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করতে ওই মহাসড়কে যাত্রীবাহী বাসের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল নিয়েও ছুটছে দক্ষিণবঙ্গের ২১ জেলার মানুষ। যানবাহনের অতিরিক্ত চাপ থাকলেও আধুনিক এই মহাসড়কের কোথাও কোনো যানজট বা বিড়ম্বনা নেই বলে জানিয়েছেন ঘরমুখো যাত্রী ও যানবাহনের চালকরা।

বিজ্ঞাপন

পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোলা প্লাজায় দক্ষিণ বঙ্গের অপেক্ষমাণ যানবাহনগুলো দ্রুত টোল দিয়ে নির্বিঘ্নে পদ্মা সেতু পাড়ি দিচ্ছে।

এদিকে, শুক্রবার ভোর থেকে দুই চাকার বাহন মোটরসাইকেলে করেও অসংখ্য মানুষকে পদ্মা সেতু পাড়ি দিতে দেখা গেছে। কিছুটা ঝুঁকি থাকলেও মোটরসাইকেল নিয়েই বরাবরের মতো ছুটতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন অনেকে।

পদ্মা সেতু সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ জানান, এবারে ঈদ যাত্রা এই মহাসড়কে একেবারেই নির্বিঘ্ন। এছাড়া পদ্মা সেতু টোল প্লাজায় দ্রুত টোল আদায়ের জন্য সাতটি নিরবচ্ছিন্ন সচল রাখা হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ

ঈদ যাত্রা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর