Monday 31 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ৪০-এর অধিক

আন্তর্জাতিক ডেস্ক
২৮ মার্চ ২০২৫ ০৯:১২ | আপডেট: ২৮ মার্চ ২০২৫ ১১:১৩

ছবি: সংগৃহীত

গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) সংবাদমাধ্যম আল-জাজিরার প্রকাশিত সংবাদে এ তথ্য জানা গেছে।

মধ্য গাজার একটি বাজারে ইসরায়েলি আক্রমণে সাতজন ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিকে, দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) সতর্ক করেছে যে, গাজায় বহু ফিলিস্তিনি মারাত্মক খাদ্য সংকট ও অপুষ্টির শিকার হচ্ছেন। একই সঙ্গে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ) জানিয়েছে, তিন সপ্তাহেরও বেশি সময় ধরে গাজার ভেতরে কোনো ত্রাণ প্রবেশ করেনি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৫০ হাজার ২০৮ জন ফিলিস্তিনি নিহত ও ১ লাখ ১৩ হাজার ৯১০ জন আহত হয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা আরও কয়েক হাজার মানুষ নিখোঁজ রয়েছেন, যাদের মৃত বলে মনে করা হচ্ছে। তাদের হিসাব মিলিয়ে মোট মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে যেতে পারে।

সারাবাংলা/এনজে

ইসরায়েলি হামলা গাঁজা নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর