Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিয়ানমারের জেনারেলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা


২২ ডিসেম্বর ২০১৭ ১৫:০৮

সারাবাংলা ডেস্ক

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর হত্যা-নির্যাতন-অগ্নিসংযোগের নেতৃত্ব দেওয়ার অভিযোগে মিয়ানমার সামরিক বাহিনীর জেনারেল মং মং সোয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। খবর রয়টার্স।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এক বিবৃতিতে জানিয়েছেন, ‘রাখাইন রাজ্যে রোহিঙ্গা নাগরিকদের বিরুদ্ধে যে ধরনের সামরিক অভিযান চালানো হয়েছে তাতে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। এ জন্য দায়ী দেশটির জেনারেল মং মং সোয়ের।’

এর আগে এই জেনারেলকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। যদিও এর সুস্পষ্টভাবে কারণ জানায়নি মিয়ানমারের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এ দিকে বিবিসির প্রতিবেদনে বলা হয়, মং মং সোয়ের নেতৃত্বে রোহিঙ্গাদের ওপর সামরিক বাহিনী অভিযানে সাড়ে ছয় লক্ষাধিক রোহিঙ্গা মুসলিম বাস্তুচ্যুত হয়ে রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।

ইতোপূর্বে জাতিসংঘ এই ঘটনাকে ‘জাতিগত নিধনের ধ্রুপদি উদাহরণ’ হিসেবে উল্লেখ করেছে। অপরদিকে মিয়ানমারের সেনাবাহিনী জানিয়েছে, তাদের এই অভিযান রোহিঙ্গা ‘সন্ত্রাসীদের’ বিরুদ্ধে, সাধারণ মানুষদের বিরুদ্ধে নয়।

সারাবাংলা/ এমএইচটি/আইজেকে

নিষেধাজ্ঞা মিয়ানমারের জেনারেল

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর