Monday 31 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছবির গল্প
ঈদ ঘিরে ব্যস্ত সেমাই কারিগররা

স্টাফ ফটোকরেসপন্ডেন্ট
২৮ মার্চ ২০২৫ ১৯:২৪ | আপডেট: ২৮ মার্চ ২০২৫ ১৯:৪৯

বাঙালিদের কাছে ঈদ আর সেমাই যেন একই সূত্রে গাঁথা। তাই ঈদ এলেই সেমাই তৈরির ধুম পড়ে যায়। কারিগরদের ব্যস্ততাও বেড়ে যায় বহুগুণ। এবারো ঈদুল ফিতর উপলক্ষ্যে সেমাই তৈরির ধুম লেগেছে চট্টগ্রাম নগরীতে। নগরীর চাক্তাই রাজাখালীতে পাল্লা দিয়ে সেমাই তৈরির কাজ করছেন কারিগররা। তৈরি করছেন চিকন ও সাদা সেমাই। উৎপাদনের পর এখান থেকে পাইকারি দামে নগরের বিভিন্ন জায়গায় বিক্রি করার জন্য নিয়ে যাওয়া হয়। এক টুকরি (৩৫ কেজি) সেমাই বিক্রি হয় মানভেদে ১২০০ থেকে ২ হাজার টাকায়। চট্টগ্রামের চাক্তাই রাজাখালী এলাকা থেকে ছবিগুলো তুলে এনেছেন সারাবাংলার স্টাফ ফটোকরেসপন্ডেন্ট শ্যামল নন্দী।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

ঈদ ঈদ বাজার ঈদুল ফিতর ছবি সেমাই সেমাই কারখানা সেমাই কারিগর