Monday 31 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিতুমীর সামাজিক সাংস্কৃতিক সংসদের প্রতিষ্ঠাবার্ষিকীতে ইফতার আয়োজন

তিতুমীর কলেজ প্রতিনিধি
২৭ মার্চ ২০২৫ ২০:০৭

স্বদেশী সংস্কৃতি লালন ও বিদেশী অপসংস্কৃতি থেকে দেশকে রক্ষার লক্ষ্য নিয়ে গঠিত সংগঠন ‘তিতুমীর সামাজিক সাংস্কৃতিক সংসদে’র ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল আয়োজিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সংগঠনের সদস্যবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বুধবার (২৫) মার্চ বনানীর একটি রেস্তোরাঁয় এই ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে সংগঠনের বিগত ২১ বছরের অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এরপর এক হৃদয়গ্রাহী দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

বিজ্ঞাপন

উক্ত সভায় উপস্থিত ছিলেন সাবেক তিতুমীরিয়ান ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সাবেক ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ১৯নং ওয়ার্ড কাউন্সিলর আ ফ ম আবদুল আলীম নকী, বিশিষ্ট শিল্পপতি ও জিয়া সাংস্কৃতিক জোটের উপদেষ্টা আবেদীন মোহাম্মদ আজিম উদ্দীন স্বপন, ঢাকা মহানগর উত্তর জাসাসের আহ্বায়ক শরিফুল ইসলাম স্বপন, তিতুমীর সামাজিক সাংস্কৃতিক সংসদ সাধারণ সম্পাদক ভিপি মোহাম্মদ হানিফ, তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এম এ আউয়াল খান।

আরও উপস্থিত ছিলেন তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইমাম হোসেন, সদস্য সচিব সেলিম রেজাসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, আজ থেকে ২১ বছর আগে ১৪১০ বঙ্গাব্দ তথা ২০০৪ইং সালের ২৬ মার্চ “মহান স্বাধীনতা দিবসে “স্বদেশী সংস্কৃতি লালন ও বিদেশী অপসংস্কৃতি” থেকে দেশকে রক্ষার প্রত্যয় নিয়ে তিতুমীর সামাজিক সাংস্কৃতিক সংসদ এর যাত্রা শুরু।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআর/এসএইচএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর