Monday 31 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেনা সদস্যকে অপহরণের ঘটনায় মামলা, বিএনপির তদন্ত কমিটি গঠন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২৫ ১৮:৪৬ | আপডেট: ২৭ মার্চ ২০২৫ ২০:৫৯

বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ছবি: সংগৃহীত

ঢাকা: বরিশালে বালুমহালের দরপত্র নিয়ে এক সেনা সদস্যকে অপহরণ, মারধর ও মালামাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে স্থানীয় বিএনপি নেতাদেরকে মামলায় জড়ানোর ঘটনা তদন্তে বিএনপির পক্ষ থেকে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এ তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ভাইস প্রেসিডেন্ট ও সুপ্রীমকোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট গোলাম মুহাম্মদ চৌধুরী আলালকে। কমিটিকে আগামী পাঁচ দিনের মধ্যে তদন্ত করে একটি লিখিত প্রতিবেদন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ মার্চ) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

উল্লেখ্য, বরিশালে বালুমহালের দরপত্র নিয়ে এক সেনা সদস্যকে অপহরণ করে মারধর ও মালামাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিবসহ বরিশাল জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।

ইতোমধ্যে অভিযুক্ত নেতৃবৃন্দের দলীয় প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ আগামী তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।

সারাবাংলা/এজেড/এনজে

অপহরণ তদন্ত বিএনপি সেনা সদস্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর