Sunday 30 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রিমিয়ার ব্যাংককে শ্রম উপদেষ্টার হুঁশিয়ারি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২৫ ১৭:২৩ | আপডেট: ২৭ মার্চ ২০২৫ ১৮:০০

ঢাকা: একটি রুগ্ন পোশাক কারখানার শ্রমিকের বেতন দেওয়ার সুবিধার্থে প্রণোদনার টাকা ছাড়করণের পর ‘লোন এডজাস্টমেন্টের’ নামে সেই টাকা ধরে রেখেছে প্রিমিয়ার ব্যাংক। আর প্রণোদনার অর্থ ছাড় করতে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ জানিয়েছিল শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এমতাবস্থায় প্রণোদনার অর্থ সংশ্লিষ্ট কারখানাকে প্রদানের জন্য প্রিমিয়ার ব্যাংকের প্রতি আহবান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন ঈদ-উল- ফিতর উপলক্ষে শ্রমিকদের বেতন, বোনাসসহ যাবতীয় পাওনা পরিশোধে বিষয় নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।

শ্রম উপদেষ্টা বলেন, ঈদের আগে টিএনজেড গ্রুপের অ্যাপারেল ইকো নামে একটি কারখানার শ্রমিকের বেতন দেওয়ার স্বার্থে বাংলাদেশ ব্যাংক থেকে প্রণোদনার টাকা ছাড়করণের ব্যবস্থা করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। কিন্তু একটি রুগ্ন পোশাক কারখানার শ্রমিকের বেতন দেওয়ার সুবিধার্থে প্রণোদনার টাকা ছাড়করণের পর সংশ্লিষ্ট ব্যাংক (প্রিমিয়ার ব্যাংক) ‘লোন এডাজাস্টমেন্টের’ নামে সেই টাকা ধরে রেখেছে।

তিনি বলেন, “প্রিমিয়ার ব্যাংকের এমডিকে বলছি, আপনি টাকাটা রিলিজ করুণ। বাংলাদেশ ব্যাংক থেকে প্রণোদনার টাকা দেওয়া হয়েছে। এখানে লোন এডজাস্ট করার কোনো প্রভিশন নেই। এতোদিন লোন দিয়েছেন, তখন মনে ছিল না। এখন এটা শ্রমিকের টাকা। যদি না দেন, তাহলে আপনিও আছেন, আমিও আছি যদি বেঁচে থাকি।

উপদেষ্টা বলেন, ব্যাংক, ব্র্যাঞ্চ ও এমডির বিরুদ্ধে ব্যবস্থা নেবো। এখনই দেখবো কী এ্যাকশন নেওয়া যায়। প্রিমিয়ার ব্যাংক যদি টাকা না দেয় তাহলে ধরে নেবো তারা রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করছে, সরকারের বিরুদ্ধে কাজ করছে।

সারাবাংলা/জেআর/আরএস

প্রিমিয়ার ব্যাংক শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর