এখনো বোনাস হয়নি ২৫ শতাংশ শিল্প-কারখানায়
২৭ মার্চ ২০২৫ ১৭:০১
ঢাকা: দেশের প্রায় ৭৫ শতাংশ শিল্প-কারখানায় ঈদের বোনাস হয়েছে। এখনো ২৫ শতাংশ কারখানা শ্রমিকদের বোনাস দেয়নি। আর মার্চ মাসের বেতন দিয়েছে ২৫ শতাংশের কিছু বেশি শিল্প-কারখানায়। এখনো বেতন দেয়নি ৭৪ দশমিক ৫১ শতাংশ কারখানা।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে শিল্প পুলিশের সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।
শিল্প পুলিশের তথ্য মতে, দেশের মোট ৯ হাজার ৬৯৫ টি শিল্প-কারখানার মধ্যে বোনাস হয়েছে ৭ হাজার ২৩০টি কারখানায়। বোনাস হয়নি ২ হাাজর ৪৬৫টি কারখানায়। বোনাস পরিশোধের হার ৭৪ দশমিক ৫৭ শতাংশ। এখনো বোনাস হয়নি ২৫ দশমিক ৪৩ শতাংশ কারখানায়।
শিল্প পুলিশের তথ্য বলছে, বিজিএমইএ’র ১ হাজার ৫৫৫টি পোশাক কারখানার মধ্যে বোনাস হয়েছে ১ হাজার ৩০৯টির। বোনাস হয়নি ২৪৬টি কারখানার। অর্থাৎ বিজিএমইএ’র সদস্যভুক্ত ৮৪ শতাংশের বেশি কারখানায় বোনাস হয়েছে।
বিকেএমইএ’র ৫৮১ টি কারখানার মধ্যে বোনাস হয়েছে ৩৮৩ টির। এখনো বোনাস দেয়নি ১৯৮টি কারখানায়। অর্থাৎ বিকেএমইএ’র ৬৫ দশমিক ৯২ শতাংশ কারখানায় বোনাস হলেও এখনো বোনাস হয়নি ৩৪ দশমিক শূন্য ৮ শতাংশ কারখানায়।
এর বাইরে বিটিএমএ’র ২৭ দশমিক ৮৮ শতাংশ, বেপজার ১ দশমিক ১৮ শতাংশ, পাটকলের ২৪ শতাংশ ও অন্যান্য খাতের ২৮ শতাংশ কারখানায় এখনো বোনাস হয়নি।
এদিকে, বিজিএমইএ’র ১ হাজার ৫৫৫টি পোশাক কারখানার মধ্যে মার্চ মাসের বেতন হয়েছে ৩১১টির। এখনো বেতন হয়নি ১২৪৪টি কারখানায়। অর্থাৎ বিজিএমইএ’র সদস্যভুক্ত ২০ শতাংশ কারখানায় মার্চ মাসের বেতন হয়েছে। আর মার্চ মাসের বেতন দেয়নি ৮০ শতাংশ কারখানা।
বিকেএমইএ’র ৫৮১টি কারখানার মধ্যে মার্চ মাসের বেতন হয়েছে ৫৩ টিতে। এখনো বেতন হয়নি ৫২৮টি কারখানায়। অর্থাৎ বিকেএমইএ’র ৯ দশমিক ১২ শতাংশ পোশাক কারখানায় মার্চ মাসের বেতন হলেও এখনো ৯০ শতাংশের বেশি কারখানা মার্চ মাসের বেতন পরিশোধ করেনি।
এ ছাড়া, বিটিএমএ’র ৯০ শতাংশ, বেপজার ৪৯ দশমিক ৫ শতাংশ, পাটকলের ৪৫ শতাংশ ও অন্যান্য খাতের ৭৩ শতাংশ কারখানায় এখনো মার্চ মাসের বেতন হয়নি।
সারাবাংলা/ইএইচটি/পিটিএম