Monday 31 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদে বাংলাদেশ মেডিকেলের বহির্বিভাগ খোলা রাখার নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২৫ ১৬:৩৩ | আপডেট: ২৭ মার্চ ২০২৫ ১৮:০১

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)

ঢাকা: আসন্ন পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে চিকিৎসা ব্যবস্থার কোনো ঘাটতি যেন না হয় এ কারণে হাসপাতালের বহির্বিভাগ খোলা রাখার নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিএমইউ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আগামী শনিবার ও বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বহির্বিভাগে রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দিনকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। এছাড়া প্রতিদিনই বিশ্ববিদ্যালয় হাসপাতালের ইনডোর ও জরুরি বিভাগ প্রচলিত নিয়মে খোলা থাকবে। হাসপাতালের জরুরি ল্যাব কার্যক্রম সেবাও চালু থাকবে। এছাড়াও ঈদের দিনে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের জন্য উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা করারও নির্দেশনা দিয়েছেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বহির্বিভাগ বন্ধ থাকবে ২৮, ৩০, ৩১ মার্চ এবং ১, ৩ ও ৪ এপ্রিল। এর মধ্যে পবিত্র শবে কদর উপলক্ষ্যে ২৮ মার্চ শুক্রবার এবং সাপ্তাহিক ছুটি উপলক্ষ্যে ৪ এপ্রিল শুক্রবার বহির্বিভাগ বন্ধ থাকবে। বন্ধের দিনগুলোতে ২৯ মার্চ শনিবার থেকে ৩ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, অফিস, বৈকালিক স্পেশালাইজড কনসালটেশন সার্ভিস, সুপার স্পেশালাইজড হাসপাতালের কনসালটেশন সার্ভিস বন্ধ থাকবে।

পবিত্র ঈদুল ফিতরের দিন সকাল ৮টায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঈদ পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠিত হবে ৫ এপ্রিল সকাল ৮টা ৩০ মিনিট থেকে সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত। এবং এদিনেই (৫ এপ্রিল) প্রচলিত নিয়মে বিশ্ববিদ্যালয়ের অফিসগুলো খোলা থাকবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএইচ/এমপি

বহির্বিভাগ বাংলাদেশ মেডিকেল বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর