সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমের ছেলের যুক্তরাষ্ট্রে ১৪ অ্যাপার্টমেন্টের সন্ধান
স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২৫ ১৫:৪৯ | আপডেট: ২৭ মার্চ ২০২৫ ১৮:০১
২৭ মার্চ ২০২৫ ১৫:৪৯ | আপডেট: ২৭ মার্চ ২০২৫ ১৮:০১
ঢাকা: প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিমের ছেলে তমাল মনসুরের নামে নিউইয়র্কে ১৪টি অ্যাপার্টমেন্টের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২৭ মার্চ) অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তমালের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তমালের নামে তিন কোটি ৩৯ লাখ ৯৭ হাজার কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তিনটি ব্যাংক হিসাবে তিন কোটি ৩৭ লাখ ৩১ হাজার ৫৩৩ টাকার সন্দেহজনক অবৈধ লেনদেনের তথ্য পেয়েছে দুদক।
সারাবাংলা/ইউজে/এমপি