ইসরায়েলি হামলায় হামাসের মুখপাত্র কানৌয়া নিহত
২৭ মার্চ ২০২৫ ১৩:৩৯ | আপডেট: ২৭ মার্চ ২০২৫ ১৪:২২
গাজায় ইসরায়েলি হামলায় হামাস মুখপাত্র আবদেল-লতিফ আল-কানৌয়া নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ মার্চ) ভোর থেকে উপত্যকার নানা জায়গায় চালানো হামলায় প্রাণ গেছে আরও ৮ ফিলিস্তিনির। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জাতিসংঘ জানিয়েছে, গাজায় নতুন করে শুরু হওয়ায় এক সপ্তাহের হামলায় এক লাখ ৪২ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত বলে জানিয়েছে জাতিসংঘ। বিধ্বস্ত উপত্যকায় অনেকেই রাত কাটাচ্ছে রাস্তায়।
এদিকে, যুদ্ধের মধ্যেই জেরুজালেমের আল-আকসা মসজিদে লাইলাতুল কদর পালন করেছে ফিলিস্তিনিরা। এসময়, অবিলম্বে গাজায় হামলা বন্ধের প্রার্থনা করে তারা।
অন্যদিকে, নির্বাচন ও জিম্মিদের মুক্তির দাবিতে জেরুজালেমে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বিক্ষোভ করা হয়েছে।
চলতি সপ্তাহের শুরুর দিকে হামাসের রাজনৈতিক কার্যালয়ের সদস্য ইসমাইল বারহুম ও আরেক জ্যেষ্ঠ নেতা সালাহ আল-বারদাউইল নিহত হন।
বারদাউইল ও বারহুম দুজনই হামাসের ২০ সদস্যবিশিষ্ট সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষের সদস্য ছিলেন। হামাস সূত্রের তথ্য অনুসারে, ২০২৩ সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সংগঠনটির সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষের ১১ জন সদস্য নিহত হয়েছেন।
সারাবাংলা/এমপি