Sunday 30 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভ্যানে করে গ্রামে ঘুরে মানুষের সঙ্গে কথা বললেন সারজিস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ মার্চ ২০২৫ ২৩:২০ | আপডেট: ২৭ মার্চ ২০২৫ ১০:২১

ব্যাটারিচালিত ভ্যানে মানুষের বাড়ি বাড়ি যান সারজিস আলম। ছবি: ফেসবুক

পঞ্চগড়: নিজ এলাকায় এসে ব্যাটারিচালিত ভ্যানে গ্রামে ঘুরে বাড়ি ও ক্ষেতখামারে গিয়ে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের সঙ্গে কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

মঙ্গলবার (২৬ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি জেলার আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের রাখালদেবী, বামনকুমার, বালিয়া, লক্ষ্মীত্থানসহ বিভিন্ন এলাকায় যান তিনি।

সারজিস আলম ভ্যানে চড়ে নিজ ইউনিয়নের বিভিন্ন গ্রামে যান এবং মানুষের সাথে কথা বলেন। পরে দুপুরে তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে গ্রামে ঘুরে মানুষের সঙ্গে কথা বলা নিয়ে ছবি পোস্ট করে স্ট্যাটাস দিয়েছেন।

স্ট্যাটাসে সারজিস আলম লিখেন, ‘জীবনের প্রথম ১৭ বছর এই মাটি ও মানুষের সঙ্গে থেকে বেড়ে উঠেছি। এখানেই যেন চিরপ্রশান্তি। সরু আইল দিয়ে হেঁটে চলা, মাচায় বসে গল্প করা, ভ্যানে করে এক গ্রাম থেকে আরেক গ্রামে যাওয়া, এগুলো যেন আমাদের চিরচেনা গল্প। এই গল্পগুলো শুনতে, শোনাতে এবং বাঁচিয়ে রাখতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

মানুষের বাড়ি বাড়ি গিয়ে কথা বলেন সারজিস আলম। ছবি: ফেসবুক

মানুষের বাড়ি বাড়ি গিয়ে কথা বলেন সারজিস আলম। ছবি: ফেসবুক

জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে মাঠ থেকে উঠে আসা কৃষকের আজকের দাবি উল্লেখ করে সারজিস আলম আরও লিখেন, ‘কৃষক এখন বাজারে প্রতি কেজি আলু পাইকারি ১০ টাকা করে বিক্রি করে। প্রতি কেজি আলু উৎপাদনে কৃষকের খরচ হয় গড়ে ২০ টাকা। অর্থাৎ এবার কৃষক আলুতে প্রায় অর্ধেক লস করছে। সেই জায়গায় অন্তত কেজিপ্রতি তারা যদি ২৫ টাকা পেত তাহলে তাদের জীবন চলা সম্ভব হতো। মাঠে কৃষকের উৎপাদন খরচ এবং দেশব্যাপী গ্রাহকের কেনার সামথের্যর মধ্যে সামঞ্জস্য প্রয়োজন। অন্তর্বর্তীকালীন সরকারকে এই দায়িত্ব পালন করতে হবে। কৃষক যদি তাদের দাম না পায় তাহলে চাষের আগ্রহ হারিয়ে ফেলবে। পণ্যসংকট তৈরি হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যাবে। সেই হিসেবে কৃষক অন্তত ২৫ টাকা দরে আলু বিক্রি করতে পারলে বাজারে খুচরা ৩০ থেকে ৪০ টাকার মধ্যে পাওয়া যাবে। এই সামঞ্জস্য অতি জরুরি।’

বিজ্ঞাপন
ক্ষেতে-খামারে গিয়েও কথা বলেন সারজিস আলম। ছবি: ফেসবুক

ক্ষেতে-খামারে গিয়েও কথা বলেন সারজিস আলম। ছবি: ফেসবুক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠনের পর প্রথমবারের মতো মঙ্গলবার (২৫ মার্চ) নিজ জেলা পঞ্চগড়ে এসেছেন সারজিস আলম। প্রথমে ঢাকা থেকে উড়োজাহাজে সৈয়দপুর বিমানবন্দরে নামেন তিনি। সেখান থেকে তিনি সড়কপথে পঞ্চগড়ের দেবীগঞ্জ যান। দেবীগঞ্জ থেকে শতাধিক গাড়ির বহর নিয়ে তিনি জেলার বোদা, পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলা সফর করেন।

উল্লেখ্য, সারজিস আলমের বাড়ি আটোয়ারী উপজেলায়। রাজনৈতিক দলের নেতৃত্ব পাওয়ার পর বাড়ি ফেরার পথে সারজিস আলমের এই ‘শোডাউন’ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা-সমালোচনা চলছে।

সারাবাংলা/পিটিএম

টপ নিউজ নিজ গ্রাম ভ্যান সারজিস আলম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর