Sunday 30 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সব সমস্যার সমাধান সংসদেই হতে হবে: আমীর খসরু

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ মার্চ ২০২৫ ২২:৫৩ | আপডেট: ২৭ মার্চ ২০২৫ ১০:২১

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: বাংলাদেশের সব সমস্যার সমাধান সংসদে হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (২৬ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় তিনি একথা বলেন। চট্টগ্রাম বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতি দায়বদ্ধ ও জনগণের কাছে জবাবদিহি থাকবে এমন সরকার গঠনের মাধ্যমেই সকল সমস্যার সমাধান হবে। অন্য কোনো গোষ্ঠী বা ব্যক্তির কাজ নয় বাংলাদেশের সংবিধান, বিচার বিভাগ বা বিভিন্ন সমস্যার সমাধান দেওয়া।’

তিনি বলেন, ‘বাংলাদেশের মালিকানা ফিরিয়ে দেওয়ার যুদ্ধ শেষ হয়নি। নির্বাচনের মাধ্যমে এই অধিকার ফিরিয়ে না দেওয়া পর্যন্ত সংগ্রাম অব্যাহত থাকবে।’

তিনি আরও বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে জাতি যে চ্যালেঞ্জের সম্মুখীন, সেখানে বিভক্তির কোনো সুযোগ নেই। জাতীয়তাবাদী শক্তির ঐক্য অটুট রাখতে হবে।’

শ্রমিকদল নেতা নুরুল্লাহ বাহারের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন- চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, বিভাগীয় শ্রমিকদল সভাপতি এ এম নজিমুদ্দিন, নগর বিএনপির সভাপতি এরশাদ উল্লাহ ও সাধারণ সম্পাদক নাজিমুর রহমান।

সারাবাংলা/আরডি/পিটিএম

আমীর খসরু মাহমুদ চৌধুরী বিএনপি সমাধান সংসদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর