Wednesday 02 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেট সীমান্তে ৬৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২৬ মার্চ ২০২৫ ২১:৫৩

জব্দকৃত ভারতীয় পণ্য

সিলেট: সিলেটে ভারতীয় বিভিন্ন সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযানে বিপুল পরিমাণ বাসমতি চাল, ভারতীয় মহিষ ও গরুর মাংস জব্দ করেছে। জব্দ মালামালের বাজার মূল্য প্রায় ৬৮ লাখ ৩২ হাজার ৪০০ টাকা বলে জানায় বিজিবি।

বুধবার (২৬ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা শ্রীপুর, পান্তুমাই, প্রতাপপুর, সংগ্রাম, মিনাটিলা এবং তামাবিল বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়।

বিজ্ঞাপন

সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক বলেন, ঊর্ধ্বতন সদর দফতরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানি মালামালগুলোকে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এইচআই

জব্দ ৎাা বিজিবি ভারতীয় পণ্য সিলেট সীমান্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর