সীতাকুণ্ডে কৃষকদল নেতাকে কুপিয়ে খুন
২৬ মার্চ ২০২৫ ২১:৩০ | আপডেট: ২৬ মার্চ ২০২৫ ২৩:২৪
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় কৃষক দলের এক নেতাকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা।
বুধবার (২৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের হাতিলোটা ছরারকূল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নাছির উদ্দিনের (৪০) বাড়ি উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নে। তিনি উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ও বাড়বকুণ্ড ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে হানা গেছে, সন্ধ্যায় ইফতার শেষে বাড়ির অদূরে নিজের খামার বাড়িতে যাওয়ার পথে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা করে। তারা নাছিরকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে খুন করে লাশ সেখানে ফেলে যায়। পরে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে সীতাকুণ্ড থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।
চট্টগ্রামের সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবিএম নাহিয়ান বারি স্থানীয় সাংবাদিকদের জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সারাবাংলা/আরডি/পিটিএম