Monday 31 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিতুমীর কলেজে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা

তিতুমীর কলেজ প্রতিনিধি
২৬ মার্চ ২০২৫ ২১:০৬ | আপডেট: ২৬ মার্চ ২০২৫ ২১:১৩

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর সরকারি তিতুমীর কলেজে এক আলোচনা সভা ও পুরষ্কার বিতরণীর আয়োজন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) শহীদ বরকত মিলনায়তনে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুদ্দীন আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যাপক ড. মো. মিজানুর রহমান ও শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক এম. এম. আতিকুজ্জামান। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কলেজ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। এরপর মসজিদ প্রাঙ্গণে খতমে কোরআন অনুষ্ঠিত হয়। তারপর জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। পরবর্তীতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়।

আলোচনা পর্বে ছাত্রনেতারা স্বাধীনতার চেতনা ও মুক্তিযুদ্ধের গুরুত্ব তুলে ধরেন, জুলাই আন্দোলনে নিহতদের স্মরণ করেন। এরপর শিক্ষক পরিষদের সম্পাদক ও উপাধ্যক্ষ বক্তব্য দেন। প্রধান অতিথি অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুদ্দীন আহমদ তাঁর বক্তব্যে স্বাধীনতার সঠিক ইতিহাস জানার ওপর গুরুত্ব দেন এবং জুলাই আন্দোলনে নিহত তিতুমীর কলেজের শিক্ষার্থী মামুন মিয়ার পাশাপাশি সকল শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

আলোচনা সভা শেষে স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। রচনা প্রতিযোগিতার ফলাফলে প্রথম হয়েছে ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বাঁধন বৈষ্ণব, দ্বিতীয় হয়েছেন হিসাববিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সুমি আক্তার, তৃতীয় হয়েছেন সমাজকর্ম বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী শারমিন সাথী। তারপর, কবিতা প্রতিযোগিতার ফলাফলে প্রথম হয়েছেন পদার্থবিজ্ঞানের প্রথম বর্ষের শিক্ষার্থী আদিবা ফেরদৌস আদর, দ্বিতীয় হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাসিম হোসেন, তৃতীয় হয়েছেন সমাজকর্ম বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সৈকত আহমেদ দ্বীপ।

বিজ্ঞাপন

এছাড়াও স্বাধীনতা দিবস ২০২৫ প্রীতি ফুটবল ম্যাচে লাল দল ও সবুজ দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। ২-০ গোলে সবুজ দল বিজয়ী হয়। বিজয়ী দলের দলনেতা ছিলেন মো. আল আমিন, আর রানার্সআপ লাল দলের দলনেতা ছিলেন মো. মিরাজ।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।

সারাবাংলা/এমআর/এসএইচএস

সরকারি তিতুমীর কলেজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর