মীরসরাইয়ে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, পথচারী নিহত
২৬ মার্চ ২০২৫ ১৭:২৬ | আপডেট: ২৬ মার্চ ২০২৫ ১৮:৩৮
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে মীরসরাইয়ে বিএনপির দুগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছুরিকাঘাতে এক পথচারীর মৃত্যু হয়েছে। এতে বিএনপির আরও ১০ নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
বুধবার (২৬ মার্চ) দুপুরে উপজেলার বারৈয়ারহাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওই ব্যক্তির নাম জাবেদ (৪৫) বলে জানা গেছে। তিনি নগরীর বায়েজিদ থানার নীলগিরি আবাসিক এলাকার বাসিন্দা। জাবেদ প্রাণ আরএফএল কোম্পানির বিপণন কর্মকর্তা ছিলেন।
জানা যায়, বিএনপির সদ্যঘোষিত মীরসরাই উপজেলা, পৌরসভা ও বারৈয়ারহাট শাখা তিন কমিটি নিয়ে দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। বুধবার সকালে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করার কথা ছিল বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী ও সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরীর নেতৃত্বে নবগঠিত কমিটির।
অন্যদিকে কমিটির বিরোধিতা করে আসা চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যানের নেতৃত্বে তার অনুসারীদের ফুল দেওয়ার কথা ছিল। দু’গ্রুপের সংঘর্ষের আশঙ্কায় বুধবার ভোরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনার ও এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন।
এদিন ১৪৪ ধারা ভঙ্গ করে উপজেলা শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন পদবঞ্চিত নুরুল আমিন চেয়ারম্যানের অনুসারীরা। এ ঘটনাকে কেন্দ্র করে দুগ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।
এ বিষয়ে জানতে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কল ধরেননি।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল সারাবাংলাকে বলেন, ‘বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন পথচারী মারা গেছেন বলে শুনেছি। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।’
নিহত জাবেদের শরীরে জখমের চিহ্ন আছে কিনা? এমন প্রশ্নে তিনি বলেন, ‘তার পেটে ও হাতে ছুরিকাঘাত করা হয়েছে।’
প্রসঙ্গত, গত ১৮ মার্চ মীরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল। এরপর গত সোমবার (২৪ মার্চ) মীরসরাই উপজেলা, পৌরসভা ও বারৈয়ারহাট বিএনপির তিনটি নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেন দলটির চট্টগ্রাম উত্তর জেলা আহ্বায়ক গোলাম আকবর খন্দকার। এসব কমিটি ঘোষণাকে কেন্দ্র করে অসন্তোষ দেখা দেয় দলটির নেতাকর্মী মধ্যে।
মঙ্গলবার (২৫ মার্চ) নতুন কমিটি প্রত্যাখান করে ঝাড়ুমিছিল ও বিক্ষোভ সমাবেশও করে উপজেলা বিএনপির একটি অংশ। সমাবেশ থেকে বুধবার উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো ও নতুন কমিটির নেতারা ফুল দিতে আসলে তাদের প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়।
সারাবাংলা/আইসি/পিটিএম