Saturday 29 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আদালতে আওয়ামী লীগ নেতার মাথায় ঘোমটা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ মার্চ ২০২৫ ১৭:২৫ | আপডেট: ২৬ মার্চ ২০২৫ ১৮:৩৮

বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশকে মাথায় হলুদ রঙের কাপড়ের গোমটা ও হাতে হাতকড়া পড়িয়ে বুধবার আদালতে নেওয়া হচ্ছে

বান্দরবান: ঢাকা থেকে গ্রেপ্তারকৃত বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশকে আদালতে তোলা হয়েছে।

মাথায় হলুদ রঙের কাপড়ের ঘোমটা ও হাতে হাতকড়া পড়িয়ে পুলিশের কড়া নিরাপত্তায় বুধবার (২৬ মার্চ) সকালে তাকে বান্দরবান জেলা ও দায়রা জজের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাতেমা তুজ জোহরা এর আদালতে তোলা হয়। পরে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

এর আগে ঢাকা থেকে আনার সাথে সাথে প্রথমে স্বাস্থ্য পরীক্ষার জন্য নেয়া হয় বান্দরবান সদর হাসপাতালে। স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে পুলিশের কড়া নিরাপত্তায় আদালতে তোলা হয়।

পুলিশ জানায়, সাবেক ফ্যাসিস্ট সরকারের দোসর বহুল আলোচিত বান্দরবান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশকে গত মঙ্গলবার (২৫ মার্চ) ভোরে পুলিশের বিশেষ অভিযানে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয় ।

এদিকে গ্রেপ্তারের পর ওইদিনই দুপুরে তাকে দুর্নীতি দমন কমিশন (দুদক) অফিসে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে বুধবার সকালে বান্দরবানে আনা হয় লক্ষীপদ দাশকে।

এদিকে লক্ষীপদ দাশের গ্রেফতারের খবরে বান্দরবানে মিষ্টি বিতরণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্যাতিত ভুক্তভোগীদের প্রতিক্রিয়া ছড়িয়ে পড়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপ্স) আবদুল করিম বলেন, লক্ষীপদ দাশের বিরুদ্ধে নাশকতাসহ ৫টি মামলা রয়েছে বান্দরবান থানায়। এছাড়াও দুর্নীতি দমন (দুদক) আইনসহ বিভিন্ন অভিযোগে আরও একাধিক মামলা রয়েছে বিভিন্নস্থানে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট গনঅভ্যুত্থানের পর থেকেই পলাতক ছিলেন ক্ষমতার অপব্যবহারকারী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের দূর্ণীতিবাজ সদস্য লক্ষীপদ দাস। এছাড়া গ্রেপ্তার এড়াতে জেলা আওয়ামী লীগের অন্যান্য শীর্ষ নেতাকর্মীরা এখনও আত্মগোপনে রয়েছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএস

বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ বান্দরবান জেলা ও দায়রা জজ আদালত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর