Saturday 29 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের সংশোধিত প্রজ্ঞাপন জারি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ মার্চ ২০২৫ ১৬:১৩ | আপডেট: ২৬ মার্চ ২০২৫ ১৮:৩৯

ঢাকা: বিদ্যালয় অনুমোদন ও স্থাপনে নিজস্ব মালিকানায় বা ভাড়ায় মেট্রোপলিটন এলাকায় অন্যূন ৩ একর আর পৌরসভা এলাকায় অন্যূন ৫ একর এবং অন্য এলাকার জন্য অন্যূন ০.৩০ একর (ত্রিশ শতাংশ) ভূমি থাকার বিধান রেখে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের সংশোধিত প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

মঙ্গলবার(২৫ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা সংশোধিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিজস্ব মালিকানায় বা ভাড়ায় অন্যূন ৩০০০ (তিন হাজার) বর্গফুট পরিমাণের ভবন থাকতে হবে। নতুন নীতিমালা জারির পর আগের নীতিমালার উপ-বিধি (২) বিলুপ্ত হবে এবং এর পরিবর্তে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি সংশ্লিষ্ট উপজেলা-থানা প্রাথমিক শিক্ষা অফিসার থেকে অনুমোদিত হতে হবে।

বিজ্ঞাপন

রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব মো. সিরাজুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আগের নীতিমালায় উল্লিখিত ‘উপজেলা-থানা শিক্ষা অফিসার’ শব্দগুলো এবং চিহ্নের পরিবর্তে ‘উপজেলা-থানা প্রাথমিক শিক্ষা অফিসার’ শব্দগুলো এবং চিহ্ন প্রতিস্থাপিত হবে। ‘সহকারী উপজেলা-থানা শিক্ষা অফিসার’ শব্দগুলো এবং চিহ্নের পরিবর্তে ‘সহকারী উপজেলা-থানা প্রাথমিক শিক্ষা অফিসার’ শব্দগুলো ও চিহ্ন প্রতিস্থাপিত হবে। ফরম-ঘ–এর শেষাংশে উল্লিখিত ‘উপজেলা-থানা শিক্ষা অফিসারের স্বাক্ষর’ শব্দগুলো এবং চিহ্নের পরিবর্তে ‘উপজেলা-থানা প্রাথমিক শিক্ষা অফিসারের স্বাক্ষর’ শব্দগুলো ও চিহ্ন প্রতিস্থাপিত হবে।

এ ছাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণের লক্ষ্যে প্রতিটি স্কুলে একটি ব্যবস্থাপনা কমিটি থাকার কথা বলা হয়েছে। ওই কমিটিতে পদাধিকারবলে সংশ্লিষ্ট বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, যিনি এই কমিটির সদস্যসচিবও হবেন। সংশ্লিষ্ট বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক প্রতিনিধি, সংশ্লিষ্ট বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের অভিভাবকেরা তাদের মধ্য থেকে নির্বাচিত দুজন প্রতিনিধি, উদ্যোক্তা বা প্রতিষ্ঠাতার কাছ থেকে তাঁদের মধ্য থেকে নির্বাচিত বা মনোনীত দুজন প্রতিনিধি কমিটিতে থাকবেন। তবে উদ্যোক্তা বা প্রতিষ্ঠাতার প্রতিনিধি পাওয়া না গেলে সংশ্লিষ্ট উপজেলা-থানা প্রাথমিক শিক্ষা অফিসারের মনোনীত ওই এলাকার দুজন প্রতিনিধি থাকবে এই কমিটিতে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/আরএস

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি সংশোধিত প্রজ্ঞাপন জারি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর