সারাদেশে তাপমাত্রা বেড়ে আবহাওয়া থাকবে শুষ্ক
২৬ মার্চ ২০২৫ ১৫:১৩ | আপডেট: ২৬ মার্চ ২০২৫ ১৬:৪০
ঢাকা: গত দুইদিন ধরে সারাদেশে বৃষ্টির যে পূর্বাভাস ছিলো তা কেটে গেছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে- আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে বাড়তে পারে তাপমাত্রা। আর এ বাড়তি তাপমাত্রায় তীব্র গরম অনুভূত হতে পারে।
বুধবার (২৬ মার্চ) সকাল ৯ টা থেকে পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
একই পরিস্থিতি থাকবে বৃহস্পতিবারও (২৭ মার্চ)। এদিনও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আর সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, এ পরিস্থিতি থাকতে পারে কয়েকদিন। আগামী পাঁচ দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
এদিকে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। যার কোনো প্রভাব বাংলাদেশে পড়বেনা বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
সারাবাংলা/জেআর/এসআর