Saturday 29 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারেক রহমানের উদ্যোগ: হতদরিদ্র গিয়াস পাচ্ছেন জমি-পাকা বাড়ি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ মার্চ ২০২৫ ১৪:৫২ | আপডেট: ২৬ মার্চ ২০২৫ ১৫:৩৭

গিয়াসের বাড়িতে আমরা বিএনপি পরিবারের প্রতিনিধি দল

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ভূমিহীন, হতদরিদ্র গিয়াস উদ্দিনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর্থিক সহায়তার পাশাপাশি তাদের দেওয়া হচ্ছে জমিসহ পাকা বাড়ি।

বুধবার (২৬ মার্চ) সকালে ‘আমরা বিএনপি পরিবার’র একটি প্রতিনিধি দল গিয়াসের বাড়িতে গিয়ে তারেক রহমানের বার্তা পৌঁছে দেন। এসময় তাকে আর্থিক সহায়তা দেওয়া হয়।

গিয়াস উদ্দিনের বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের শামুকছড়ি গ্রামে। সম্প্রতি গণমাধ্যমে অসুস্থ গিয়াস উদ্দিন ও তার পরিবারের চরম দুর্দশায় দিনযাপনের খবর প্রকাশ হয়।

সেই খবর নজরে আসার পর তারেক রহমান ‘আমরা বিএনপি পরিবার’র একটি প্রতিনিধি দলকে ঢাকা থেকে চন্দনাইশে পাঠান। প্রতিনিধি দলে সংগঠনটির আহ্বায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে উপদেষ্টা আশরাফ উদ্দিন বকুল ও আবুল কাশেম, সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন ও সাংবাদিক জাহিদুল ইসলাম রনি ছিলেন।

এছাড়া বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, দক্ষিণ জেলাল আহ্বায়ক মোহাম্মদ ইদ্রিস মিয়া ও সদস্য সচিব হেলাল উদ্দীনসহ নেতাকর্মীরা সেখানে যান।

তারেক রহমানের বার্তা পেয়ে আবেগাপ্লুত গিয়াস উদ্দিন ‘আমরা বিএনপি পরিবার’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘আজ মহান স্বাধীনতা দিবস। এমন দিনে আমরা বিএনপির নেতাকর্মীরা আরেকটি মহৎ কাজের অংশীদার হলাম। আমাদের নেতা তারেক রহমান সুদূর লন্ডন থেকে চন্দনাইশের পাহাড়ি দুর্গম এলাকার বাসিন্দা অসুস্থ গিয়াস উদ্দিন ও তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন। আমরা এভাবেই মানুষের পাশে দাঁড়ানোর রাজনীতি করে যেতে চাই।’

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এসআর

আমরা বিএনপি পরিবার আর্থিক সহায়তা উপহার চট্টগ্রাম চন্দনাইশ তারেক রহমানের উদ্যোগ বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর