Wednesday 26 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিডনিতে প্রবাসীদের নিয়ে ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিল মেয়রের ইফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ মার্চ ২০২৫ ২১:৫৯

অস্ট্রেলিয়ার সিডনিতে প্রবাসীদের নিয়ে ইফতারের আয়োজন করেছে ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের মেয়র ডারসি লাউন্ড। মঙ্গলবার (২৫ মার্চ) স্থানীয় সিভিক হলে ইফতার ও ডিনারের আয়োজন করা হয়।

এসময় ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র ক্যারেন হান্ট, কাউন্সিলর মাসুদ চৌধুরী, কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ, কাউন্সিলর আশিকুর রহমান এশ, প্রাক্তন কাউন্সিলর সাজেদা আখতার সানজিদা, প্রাক্তন কাউন্সিলর শাহে জামান টিটু, অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আব্দুল খান রতন ও সাধারণ সম্পাদক ব্রাইন লাল, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ বাংলাদেশি ও মুসলিম কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের মেয়র কাউন্সিলর ডারসি লাউন্ড ইফতারের আগে শুভেচ্ছা বক্তব্যে ইফতার ও ডিনারের আয়োজনে অংশগ্রহণ করার জন্য বাংলাদেশি ও মুসলিম কমিউনিটির নেতৃবৃন্দদের আন্তরিক ধন্যবাদ জানান।

এছাড়াও ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিল তৃতীয়বারের মতো আগামী ২৭ , ২৮ ও ২৯ মার্চ ক্যাম্পবেলটাউনের লিথগো স্ট্রিটে বিকাল সাড়ে ৪টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত সম্পূর্ণ রাস্তাজুড়ে রমজান নাইট উৎসবের আয়োজন করবে।

সারাবাংলা/এমএইচ/এসআর

ইফতার প্রবাসী সিডনি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর