Wednesday 26 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ যেভাবে দেখবেন

স্পোর্টস ডেস্ক
২৫ মার্চ ২০২৫ ১৪:৫৯

সুপার ক্লাসিকোতে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা

দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই মানেই যেন বিশেষ কিছু। ব্রাজিল-আর্জেন্টিনা যে টুর্নামেন্টেই মুখোমুখি হোক, সেটাই যেন ‘সুপার ক্লাসিকো’। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে আগামীকাল বুয়েন্স আয়ার্সে মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনা। চলুন দেখে নেওয়া যাক বিশ্বজুড়ে ফুটবল ভক্তরা কোথায় এই ম্যাচ উপভোগ করতে পারবেন।

লাতিন অঞ্চলের বাছাইপর্বে পয়েন্ট তালিকার শীর্ষে আছে আর্জেন্টিনা। ব্রাজিল আছে তৃতীয় স্থানে। ব্রাজিলের বিপক্ষে ম্যাচে এক পয়েন্ট পেলেই ২০২৬ বিশ্বকাপের টিকিট হাতে পাবে আর্জেন্টিনা।

বিজ্ঞাপন

এই ম্যাচের আগেই অবশ্য বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত হতে পারে মেসিদের। বলিভিয়া যদি নিজেদের ম্যাচে জিততে না পারে তাহলেই পৃথিবীর তৃতীয় দেশ ও লাতিন অঞ্চলের প্রথম দেশ হিসেবে পরবর্তী বিশ্বকাপে পৌঁছে যাবে আর্জেন্টিনা।

বুয়েন্স আয়ার্সের মাস মনুমেন্টাল স্টেডিয়ামে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় আগামীকাল ভোর ৬ টায় শুরু হবে ম্যাচটি।

এই ম্যাচ বাংলাদেশের কোনো টিভি না দেখালেও দেশের ফুটবল ভক্তরা ম্যাচটি দেখতে পারবেন বিভিন্ন অনলাইন সাইটে। টিওয়াইসি স্পোর্টস, ফুবো টিভি, ভিক্সে দেখা যাবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচটি।

সারাবাংলা/এফএম

আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাইপর্ব ব্রাজিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর