বাংলাদেশ-ভারত মুখোমুখি লড়াইয়ে এগিয়ে কে?
২৫ মার্চ ২০২৫ ১৪:১৭ | আপডেট: ২৫ মার্চ ২০২৫ ২০:৩০
এই ম্যাচ নিয়ে আলোচনা শুরু হয়েছে গত বছর থেকেই। হামজা চৌধুরী যেদিনই বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেলেন, সেই থেকেই দেশের ফুটবলের আলোচনার কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ-ভারত ম্যাচ। এশিয়ান কাপের বাছাইপর্বের হাই ভোল্টেজ ম্যাচে আজ শিলংয়ে মুখোমুখি দুই প্রতিবেশী দেশ।
দুই দেশের প্রথম দেখা ১৯৭৮ সালের এশিয়ান গেমসে। সেবার বাংলাদেশকে ৩-০ গোলে হারিয়েছিল ভারত। এরপর দুই দল মুখোমুখি হয়েছে আরও ৩০ ম্যাচে।
৩১ ম্যাচের মাঝে জয়ের দিক দিয়ে যোজন যোজন এগিয়ে আছে ভারতই। তারা জিতেছে ১৬ ম্যাচ। বাংলাদেশের জয় মাত্র ৩ ম্যাচে। ১২টি ম্যাচ হয়েছে ড্র।
দুই দলের সবশেষ দেখা ২০২১ সালের সাফ চ্যাম্পিয়নশিপে। সেই ম্যাচে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ-ভারত। ভারতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ জয় পেয়েছিল ২০০৩ সালে। সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে অতিরিক্ত সময়ের গোলে ভারতকে ২-১ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ।
আজ সন্ধ্যা ৭.৩০ মিনিটে শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হবে হামজার।
সারাবাংলা/এফএম