Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিউজিল্যান্ডে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক
২৫ মার্চ ২০২৫ ১০:৩৬ | আপডেট: ২৫ মার্চ ২০২৫ ১২:৫৪

নিউজিল্যান্ডে ভূমিকম্পের পরবর্তী অবস্থা। ছবি: সংগৃহীত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে নিউজিল্যান্ড। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৭। স্থানীয় সময় মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে দেশটির দক্ষিণ দ্বীপে ভূমিকম্পটি আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ ইউএসজিএস-এর তথ্য অনুসারে, নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপের দক্ষিণ-পশ্চিম প্রান্ত থেকে ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।

মূল ভূখণ্ডের রিভারটন থেকে প্রায় ১৬০ কিলোমিটার (১০০ মাইল) দূরে ভূমিকম্পটি আঘাত হানে। প্রাথমিকভাবে ভূমিকম্পের মাত্রা ৭ রেকর্ড করা হলেও পরে তা হ্রাস করা হয়।

তবে এই ভূমিকম্পে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি বা তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবরও পাওয়া যায়নি।

শক্তিশালী এবং অস্বাভাবিক ঝুঁকির কারণে বাসিন্দাদের কাছাকাছি উপকূলীয় এলাকা এড়িয়ে চলতে সতর্ক করেছে নিউজিল্যান্ডের জরুরি ব্যবস্থাপনা সংস্থা। তবে নাগরিকদের আপাতত কোনো ধরনের হুমকি নেই বলেও নিশ্চিত করা হয়েছে।

এর আগে ২০১১ সালে দেশটির ক্রাইস্টচার্চে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হানে। সরকারি হিসাব অনুযায়ী, ওই ভূমিকম্পে ১৮৫ জন নিহত হয়।

সারাবাংলা/এসডব্লিউ

নিউজিল্যান্ড ভুমিকম্প

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর