Wednesday 26 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজ বায়ু দূষণের শীর্ষে দিল্লি, তৃতীয় ঢাকা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ মার্চ ২০২৫ ০৯:৫৫ | আপডেট: ২৫ মার্চ ২০২৫ ১২:৪২

ঢাকার বায়ু আজও দূষিত। ছবি: সারাবাংলা

ঢাকা: বায়ু দূষণে টানা কয়েক মাস ধরে রেকর্ড পর্যায়ে রয়েছে রাজধানী ঢাকার নাম। আজ (মঙ্গলবার) বায়ু দূষণে সেনেগালের ডাকার দ্বিতীয় অবস্থানে থাকলেও ঢাকার অবস্থান তৃতীয়। আর শীর্ষে ভারতের রাজধানী দিল্লি।

এদিন ২৫৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে দিল্লি। তৃতীয় অবস্থানে থাকা ঢাকার স্কোর ১৯৮।

মঙ্গলবার (২৫ মার্চ) সকালেও শহরটির বাতাস জনস্বাস্থ্যের জন্য ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। সকাল সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ঢাকা, দিল্লি ছাড়া ২১৮ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে সেনেগালের রাজধানী ডাকার আর ১৭৯ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর এবং পঞ্চম অবস্থানে থাকা দক্ষিণ কোরিয়ার শহর ইনচিওনের স্কোর ১৬৯।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয় আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়।

এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

উল্লেখ্য, জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। টানা কয়েক মাস ধরে বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথম দিকেই থাকছে রাজধানী ঢাকা।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/এসডব্লিউ

ঢাকা দিল্লি ভারত সেনেগাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর