বিশ্বকাপ বাছাইপর্ব
ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি লড়াইয়ে এগিয়ে কে?
২৫ মার্চ ২০২৫ ১০:০০ | আপডেট: ২৫ মার্চ ২০২৫ ১২:২৫
মঞ্চ যে টুর্নামেন্টেরই হোক, দুই দলের লড়াই উপাধি পেয়েছে ‘সুপার ক্লাসিকো’। লাতিন আমেরিকার দুই পরাশক্তি ও চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হলে যেন উত্তেজনার পারদ ওঠে তুঙ্গে। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আবার দেখা হয়ে যাচ্ছে দুই দলের। আগামী ২৬ মার্চ ভোরে হাইল ভোল্টেজ ম্যাচে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা।
ব্রাজিল-আর্জেন্টিনার প্রথম দেখা হয়েছিল ১৯১৪ সালের ২০ সেপ্টেম্বর। প্রীতি ম্যাচে ব্রাজিলকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল আর্জেন্টিনা। এরপর পেরিয়ে গেছে ১১১ বছর। দীর্ঘ শত বছরের দ্বৈরথে আরও ১১৩ বার মাঠের লড়াইয়ে মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
সব টুর্নামেন্ট মিলিয়ে ব্রাজিল ও আর্জেন্টিনা মুখোমুখি হয়েছে মোট ১১৪ বার। এই লড়াইয়ে এগিয়ে আছে আর্জেন্টিনাই। তারা জিতেছে ৪৬ ম্যাচে। ব্রাজিলের জয় ৪২ ম্যাচে। ড্র হয়েছে ২৬ ম্যাচ।
সবশেষ ৫ দেখায় ব্রাজিলের চেয়ে যোজন যোজন এগিয়ে আছে আর্জেন্টিনা।। আর্জেন্টিনা জিতেছে ৩ ম্যাচে, ব্রাজিলের জয় একটিতে, ড্র হয়েছে অন্য ম্যাচ।
দুই দল শেষবার মুখোমুখি হয়েছিল ২০২৩ সালের ২২ নভেম্বর। বিশ্বকাপ বাছাইপর্বের সেই ম্যাচে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা।
আগামী ২৬ মার্চ বাংলাদেশ সময় ভোর ৬টায় আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা।
সারাবাংলা/এফএম
আর্জেন্টিনা নেইমার বিশ্বকাপ বাছাইপর্ব ব্রাজিল রাফিনহা লিওনেল মেসি