Wednesday 26 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ-ভারত ম্যাচ যেভাবে দেখবেন

স্পোর্টস ডেস্ক
২৫ মার্চ ২০২৫ ০৯:০০ | আপডেট: ২৫ মার্চ ২০২৫ ১০:৩৮

ভারতের বিপক্ষে মাঠে নামছেন হামজারা

এই ম্যাচ নিয়ে দুই দেশেই উত্তেজনার পারদ যেন তুঙ্গে। এশিয়ান কাপের বাছাইপর্বে আজ সন্ধ্যায় মুখোমুখি বাংলাদেশ ও ভারত। হামজা চৌধুরীর অভিষেক ম্যাচটি দেখতে দুই দেশের কোটি দর্শক উন্মুখ হয়ে অপেক্ষা করছে।

গত বছরের শেষভাগে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পান ইংলিশ ফুটবলার হামজা। তবে দলের হয়ে কবে ও কোন ম্যাচে অভিষেক হবে তার, সে নিয়ে ছিল ধোঁয়াশা। শেষ পর্যন্ত ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামতে যাচ্ছেন হামজা।

বিজ্ঞাপন

১৭ মার্চ দেশের মাটিতে পা রাখেন হামজা। এরপর থেকে তাকে ঘিরেই চলছে উন্মাদনা। দলের সঙ্গে হামজা এখন ভারতের শিলংয়ে। সেখানে জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই জাতীয় দলের হয়ে অভিষেক হতে যাচ্ছে শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলা হামজার।

আজ সন্ধ্যা ৭.৩০ মিনিটে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। বাংলাদেশ ও ভারতের বেশ কয়েকটি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে এই ম্যাচ। বাংলাদেশে ম্যাচটি দেখা যাবে টি-স্পোর্টসে। ভারতে খেলাটি দেখাবে স্টার স্পোর্টস-৩। এছাড়াও অনলাইনে জিও হটস্টার ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।

সারাবাংলা/এফএম

এশিয়ান কাপ বাছাইপর্ব বাংলাদেশ-ভারত শিলং হামজা চৌধুরী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর