Wednesday 26 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার বিপদগ্রস্ত অভিনয় শিল্পীর পাশে দাঁড়ালেন ‘মানবিক ডিসি’ জাহিদুল

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২৫ ২৩:২৭ | আপডেট: ২৪ মার্চ ২০২৫ ২৩:২৮

জাহিদুল ইসলাম মিঞা সাবেক চলচিত্র শিল্পী শাহানার পাশে দাঁড়িয়েছেন

ঢাকা: সারাদেশে মানবিক জেলা প্রশাসক হিসাবে পরিচিত নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা এবার সাবেক চলচিত্র শিল্পী শাহানার পাশে দাঁড়ালেন। আর্থিক সাহায্য চেয়ে অসহায় এই অভিনয় শিল্পীর করা লিখিত আবেদন জেলা প্রশাসক দ্রুততম সময়ে নিষ্পত্তি করলেন।

সোমবার (২৪ মার্চ) জেলা প্রশাসক তার কার্যালয়ে শাহানাকে আপ্যায়ন করেন এবং তিনি গুণী এই শিল্পীর দুঃখ-দুর্দশার কথা ধৈর্য সহকারে শুনেন। তাকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আগামীতেও সাহায্য সহযোগিতার আশ্বাস দেন।

বিজ্ঞাপন

আর্থিক সহয়তার চেক পাওয়ার পরে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শিল্পী শাহানা বলেন, আমার স্বামী মারা গেছে এক যুগেরও বেশি আগে। আমি আমার একমাত্র মেয়েকে নিয়ে কোনো রকম করে সংসার চালাচ্ছিলাম। কিন্তু অসুস্থতার কারণে চলচিত্রে অভিনয় করতে পারছি না এখন আর।

তিনি আরও বলেন, চলচিত্রে আগের মতো কাজও নাই। বাধ্য হয়েই জেলা প্রশাসক স্যারের কাছে আবেদন করেছিলাম। কারণ অনেকের কাছে শুনেছি, নতুন এই জেলা প্রশাসক স্যার অনেক ভালো মানুষ। আজকে নিজের চোখে দেখলাম উনার অমায়িক ব্যবহার। একজন শিল্পী হিসেবে আমাকে উনি অনেক সম্মান দেখিয়েছেন, আমার প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন।

শাহানা এই প্রতিবেদকে জানান যে বাসা ভাড়া দিতে না পারায় বাসার মালিক বাসায় তালা ঝুলিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন। ডিসি স্যারের আর্থিক সহয়তার টাকাটা দিয়ে সবার আগে বকেয়া বাসা ভাড়া দিবেন।

টাকার অভাবে তাকে প্রায়শই না খেয়েই রাত কাটাতে হয় দাবি করে তিনি বলেন, সপ্তম শ্রেণিতে পড়ুয়া আমার একমাত্র মেয়ের মৌলিক চাহিদা পূরণ করার ক্ষমতা আমার আর নেই।

তিনি মা হিসাবে অনেক কষ্ট নিয়ে বিভিন্ন ভাবে দ্বারে দ্বারে আর্থিক সহায়তার জন্য চেষ্টা করছেন। কিন্তু আগে কোনো সহায়তা পায়নি বলেও জানিয়েছেন।

বিজ্ঞাপন

শাহানা জেলার সিদ্দিরগঞ্জ থানায় মাদানী নগর এলাকায় একটা ভাড়া বাসায় থাকেন বলে জানিয়েছেন।

সারাবাংলা/ইউজে/এইচআই

চলচিত্র শিল্পী শাহানা জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জ মানবিক ডিসি

বিজ্ঞাপন

পবিত্র লাইলাতুল কদর আজ
২৭ মার্চ ২০২৫ ০৩:৩০

আরো

সম্পর্কিত খবর