Wednesday 26 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশি পোশাক বিদেশি বলে বিক্রি, হাতে-নাতে ধরা

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২৫ ২৩:২৮ | আপডেট: ২৫ মার্চ ২০২৫ ০৪:১৩

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান। ছবি: সারাবাংলা

ঢাকা: দেশি পোশাককে ভারতীয় বলে বিক্রি করছেন দোকানিরা। বিদেশি তকমা লাগিয়ে দামও নিচ্ছেন বেশি। এমন কয়েকটি বিপণি বিতানকে হাতে নাতে ধরেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার (২৪ মার্চ) দুপুর ৩ টায় সরেজমিনে দেখা যায়, মিরপুর দুই নম্বরে অবস্থিত ‘মিরপুর শপিং সেন্টার’ মল-এ অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। টিমের সদস্যরা সকলের অগোচরে পণ্য পর্যবেক্ষণ করছিলেন। এক পর্যায়ে দেখা যায়, দেশীয় পাঞ্জাবির ট্যাগে ইন্ডিয়ান লেখা ছাপানো রয়েছে। এ সময় ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল দোকান মালিককে হাতেনাতে ধরেন। এর পর ভোক্তা অধিকার আইন অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

মিরপুর শপিং সেন্টারে অভিযান চালিয়ে এমন মোট তিনটি দোকানকে জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

এর পর কসমেটিক্সের শো-রুমে গিয়ে দেখেন, পণ্যের মেয়াদ শেষ হয়ে গেছে ২০২৪ সালে। কিন্তু তার ওপর আলাদা ট্যাগ দিয়ে মেয়াদ বাড়ানো হয়েছে। এ ছাড়াও, যে পণ্যটির মূল্য ৫০০টাকা, সেই পণ্যে নিজেদের লাগানো ট্যাগ বসিয়ে লেখা হয়েছে ১০০০ টাকা। এভাবে প্রতারণা করে বাড়তি অর্থ আদায় করছে ক্রেতাদের কাছ থেকে। প্রতারণা অভিযোগে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। যদি জরিমানা প্রদান না করে তাহলে সিলগালা করে দেওয়া হবে বলে জানানো হয়।

অপর এক কসমেটিক্স শোরুমে গিয়ে দেখা যায়, যে পণ্যগুলো বিক্রি করা হচ্ছে, সেগুলো লাইসেন্স দিয়ে বৈধভাবে আমদানিকৃত পণ্য নয়। এ বিষয়ে দোকান মালিককে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ইন্ডিয়ায় ডাক্তার দেখাতে গিয়েছিলাম। তখন লাগেজে করে প্রোডাক্ট এনেছি। সেগুলোই বিক্রি করছি।’

বিজ্ঞাপন

এই ব্যবসায়ী ভারতীয় প্রোডাক্টই বিক্রি করছে। দামও বেশি রাখেননি। সরল ভাষায় নিজের অপরাধ স্বীকার করে নেওয়ায় তাকে মৌখিক সতর্কতা জানিয়ে ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল।

পরে সারাবাংলার এই প্রতিবেদকে সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল বলেন, ‘ঈদের আগের দিন পর্যন্ত আমাদের এ অভিযান চলবে। আমরা অপরাধীকে ধরব। আবার যেহেতু ঈদ, সে বিষয়টিও মাথায় রাখব। যতটুকু সহনীয় হওয়া যায়, সেভাবেই তাদের শাস্তি দেব। কারণ, শাস্তি না দিলে তারা এই প্রতারণা চালিয়েই যাবে।’

তিনি বলেন, ‘এই মুহূর্তে ঈদের কথা মাথায় রেখে আমরা বড়ধরনের অপরাধ না হলে, কোনো দোকান বা শপিং মল সিলগালা করছিনা। আশা করছি, এভাবে অভিযান চলতে থাকলে, বাংলাদেশি পণ্য বাংলাদেশের পরিচয়েই বিক্রি হবে।’ এ সময় বিক্রেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা চাই সবাই দেশি পণ্য কিনুক। তাহলে ব্যবসায়ীরাও আর দেশি পণ্যকে বিদেশি বলে বিক্রি করবেন না।’

আসছে চাঁদ রাত পর্যন্ত সারাদেশেই এই অভিযান অব্যাহত থাকবে বলে জানায় জাতীয় ভোক্তা অধিদপ্তর। এবং শুধু শপিং মলেই নয়, বিভিন্ন বাজার, ‍মুদির দোকান, রেস্টুরেন্টেও অভিযান চলবে বলে জানান আব্দুল জব্বার মন্ডল।

সারাবাংলা/এফএন/পিটিএম

ধরা নাতে ভোক্তা অধিকার হাতে