হাতিয়ায় এনসিপির পথসভায় হামলা, হান্নান মাসউদসহ আহত ৮
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২৫ ২৩:১০ | আপডেট: ২৫ মার্চ ২০২৫ ০৪:১৪
২৪ মার্চ ২০২৫ ২৩:১০ | আপডেট: ২৫ মার্চ ২০২৫ ০৪:১৪
নোয়াখালী: বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের পথসভায় বিএনপি হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে হান্নান মাসউদসহ অন্তত আটজন আহত হয়েছেন।
সোমবার (২৪ মার্চ) রাত ৮ টার দিকে জাহাজমারা ইউনিয়নের জাহাজমারা বাজারে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে সড়ক অবরোধ করে হান্নান মাসউদের নেতৃত্বে বিক্ষোভ করছেন নেতাকর্মীরা।
হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আজমল হুদা হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এতে উভয়পক্ষের ৮/১০ জন আহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে।’
সারাবাংলা/পিটিএম