Friday 28 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেহেদি উৎসবে হাত রাঙাল নারীরা

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২৫ ২৩:০৮

জাতীয় প্রেস ক্লাব ও ঐতিহ্যবাহী ঢাকাবাসী যৌথভাবে মেহেদি উৎসব আয়োজন করে

ঢাকা: মেহেদির রঙে হাত না রাঙালে উৎসব যেন পূর্ণতা পায় না। আর তাই প্রতি বছরের মতো এবারও উৎসব মুখর পরিবেশে জাতীয় প্রেস ক্লাব ও ঐতিহ্যবাহী ঢাকাবাসী যৌথভাবে মেহেদি উৎসব আয়োজন করে।

সোমবার (২৪ মার্চ) জাতীয় প্রেস ক্লাব জহুর হোসেন চৌধুরী হল মিলনায়তনে এই উৎসব পালিত হয় হয়।

ঢাকাবাসী সংগঠনের আহ্বায়ক মো. শুকুর সালেক ঢাকা ঈদ উৎসব উদযাপন কমিটির পক্ষ থেকে বলেন, ‘প্রতিবছরের মতো এবারও এ উৎসব পালন করা হলো। বাঙালির উৎস এবং ঈদকে ঘিরে এই আনন্দ চলমান থাকবে এবং যেমন প্রতিবছর আমাদের এই আয়োজন হয়ে থাকে, আমরা আশা করি যতদিন ঢাকাবাসী সংগঠন থাকবে, আমাদের এই ঈদ মেহেদি উৎসব চলমান থাকবে। আগামী চাঁদরাত পর্যন্ত নগরের বিভিন্ন এলাকায় মেহেদি উৎসব অনুষ্ঠিত হবে ঢাকাবাসীর উদ্যোগে।’

সভাপতির বক্তব্যে কবি হাসান হাফিজ বলেন, ‘ঈদ আমাদের সবচেয়ে আনন্দের দিন। ঈদকে রঙিন করতে আমাদের এই আয়োজন। যা আমাদের ভালোবাসার বন্ধনকে দৃঢ় করে। মেহেদি উৎসব পুরান ঢাকার বিলুপ্ত প্রায় ঐতিহ্য। পুরান ঢাকার আলাদা ঐতিহ্য ও নিজস্বতা আছে। এটা ধরে রাখতে হবে। ঐতিহ্যবাহী এই মেহেদি উৎসব আয়োজনের জন্য ঢাকাবাসীকে ধন্যবাদ জানান তিনি।

প্রেসক্লাবের সদস্য সাংবাদিক শাহনাজ বেগম পলি সারাবাংলাকে বলেন, ‘আমাদের এই প্রেসক্লাব মেহেদি উৎসবের জন্য আমরা অপেক্ষায় থাকি। কারণ ঈদে মেহেদি হাতে লাগাব না, এটাতো হয় না। আর সেই অপেক্ষার প্রহরটা শেষ হয় ঢাকাবাসী সংগঠন ও প্রেস ক্লাবের এই যৌথ উদ্যেগের মধ্যে। এখানে আবার সাংবাদিকদের নিয়েই মেহেদি অঙ্কন প্রতিযোগিতা হয়। এটাও খুব আকর্ষণীয়। আসলে প্রতিযোগিতা মানে তো প্রতিযোগিতাই না। কে হারছে কে জিতছে সেটা নয়, এটা হচ্ছে একটা আনন্দ। তবে যে পুরস্কার পায়, তার জন্য একটু বেশি আনন্দের সময়। তবে সবাই মিলে উৎসবটাকে ধরে রাখছি, এটাই বড় কথা। সাংবাদিকদের একটা মিলন মেলা বা ঈদ পূর্ববর্তী মেলাতেও পরিণত হয় এই মেহেদি উৎসব।’

বিজ্ঞাপন

অনুষ্ঠানে হাতে মেহেদি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং পরিশেষে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। মেহেদী অঙ্কন প্রতিযোগিতায় ডলি ইকবাল বিজনেস নিউজ ও তানিয়া আক্তার জুটি চ্যাম্পিয়ন, সাবিনা ইয়াসমিন ও নাফিজা জান্নাত দ্বিতীয় এবং রুমপল রয়টার্স ও নাদিরা তৃতীয় স্থান অধিকার করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি জনাব হাসান হাফিজ, সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, ঢাকাবাসীর সভাপতি ও ঢাকা ঈদ আনন্দ মিছিল উদযাপন পরিষদের আহ্বায়ক মো. শুকুর সালেক, জাতীয় প্রেস ক্লাবের সদস্য কাজী রওনাক হোসেন, সদস্য শাহনাজ বেগম পলি, পলিন কসমেটিকস লিমিটেড এর এম.ডি জনাব মো. বজলুর রহমান, ঢাকাবাসীর সহ-সভাপতি শিরিন সুলতানা ও মহানগর কমিটির আহ্বায়ক লুৎফুর আহসান বাবু।

সারাবাংলা/এফএন/এইচআই

উৎসব ঐতিহ্যবাহী ঢাকাবাসী মেহেদি উৎসব মেহেদির রঙ