Thursday 27 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

’৭১-এর কালরাত স্মরণে ২৫ মার্চ ১ মিনিট ‘ব্ল্যাকআউট’

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২৫ ২১:৫৮ | আপডেট: ২৪ মার্চ ২০২৫ ২২:৪২

২৫ মার্চ সারাদেশে ১ মিনিট প্রতীকী ‘ব্ল্যাকআউট’ পালন করা হবে। ছবি: সংগৃহীত

ঢাকা: ১৯৭১ সালের কালরাত স্মরণে ২৫ মার্চ (মঙ্গলবার) সারাদেশে একমিনিটের প্রতীকী ‘ব্ল্যাকআউট’ পালন করা হবে। এদিন রাত ১০টা ৩০মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত এই কর্মসূচি পালিত হবে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. এনায়েত হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পাকিস্তান বাহিনীর নৃশংস গণহত্যা স্মরণে জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। দিনটি উপলক্ষ্যে রাতে একমিনিট পুরো দেশ অন্ধকারে থাকবে। তবে কেপিআই এবং জরুরি স্থাপনাগুলো এ কর্মসূচির আওতামুক্ত থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার সারাদেশে স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরিসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি এবং বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে ২৫ মার্চ গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ঢাকাসহ সব সিটি করপোরেশনগুলোতে গণহত্যার ওপর দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রচার করা হবে। এসব কর্মসূচি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার প্রচার করবে। দিনটিতে রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে সকাল ১০টায় অথবা সুবিধাজনক সময়ে গণহত্যা ও মুক্তিযুদ্ধ নিয়ে সভার আয়োজন করা হবে।

গুরুত্বপূর্ণ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও স্থাপনাসমূহে কোনো অবস্থাতেই রাতে আলোকসজ্জা করা যাবে না বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

এছাড়া, ২৫ মার্চ রাতে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বাদ জোহর বা সুবিধাজনক সময়ে দেশের সব মসজিদে বিশেষ মোনাজাত এবং অন্যান্য উপাসনালয়গুলোতে প্রার্থনা অনুষ্ঠিত হবে।

এ কর্মসূচির মাধ্যমে একাত্তরের কালরাতের স্মৃতি চিরকাল মনে রাখার এবং শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএন/পিটিএম

১ মিনিট কালরাত টপ নিউজ ব্ল্যাকআউট

বিজ্ঞাপন

পবিত্র লাইলাতুল কদর আজ
২৭ মার্চ ২০২৫ ০৩:৩০

আরো

সম্পর্কিত খবর