Thursday 27 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রেন থেকে পড়ে গিয়ে আহত অচেতন তরুণী, পরিচয় মিলেনি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২৫ ১৯:০৩ | আপডেট: ২৪ মার্চ ২০২৫ ২০:২৪

সোমবার ভোরে সিরাজগঞ্জে ট্রেন থেকে পড়ে গিয়ে আহত অচেতন তরুণী শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি – ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জ: যমুনা সেতুর পশ্চিমে সিরাজগঞ্জের মুলিবাড়ি এলাকায় পঞ্চগড় থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস থেকে হঠাৎ পড়ে যায় এক তরুণী (২০)। এরপর স্থানীয়রা তাকে রেললাইনের পাশ থেকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে রেলওয়ে পুলিশের সহায়তায় তাকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে অচেতন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ওই তরুণী। তার পরিচয় এখনো জানা যায়নি।

বিজ্ঞাপন

সোমবার (২৪ মার্চ) ভোর ৬টার দিকে ঘটে বলে স্থানীয়দের বরাত দিয়ে জানান সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন।

ওসি বলেন, ওই তরুণী একতা এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে গেলে স্থানীয়রা প্রথমে জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। এরপর রেলওয়ে পুলিশের সহায়তায় তাকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ওই তরুণী হাসপাতালটির মহিলা সার্জারী ওয়ার্ডের ৩০৩ নং বেডে চিকিৎসাধীন।

তিনি জানান, তরুণীর মাথায় আঘাতের চিহ্ন আছে এবং এখনো জ্ঞান ফেরেনি জানিয়ে ওসি আরও বলেন, আমরা তার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা করেছি।কিন্তু কিছুই পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি জেলার উল্লাপাড়া বা ওইদিকের কোনো স্টেশন থেকে ট্রেনে উঠে থাকতে পারেন। তার আনুমানিক বয়স ২০ বছরের মতো হতে পারে। তাকে কেউ চিনে থাকলে হাসপাতাল বা রেলওয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।

তবে তরুণী নিজেই হঠাৎ পড়ে গেছেন, নাকি কেউ তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে- এ ব্যাপারে কিছু জানা যায়নি বা নিশ্চিত হওয়া যায়নি- বলে মন্তব্য করেন তিনি।

সারাবাংলা/আরএস

সিরাজগঞ্জে ট্রেন থেকে পড়ে গিয়ে আহত অচেতন তরুণী