Tuesday 25 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪১ জেলায় ভ্যাট নিবন্ধন নেই ২ হাজার ৩১০ জুয়েলারি প্রতিষ্ঠানের

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ মার্চ ২০২৫ ২২:১৩ | আপডেট: ২৩ মার্চ ২০২৫ ২৩:৩৭

ঢাকা: দেশের ৪১ জেলায় ভ্যাট নিবন্ধন নেই এমন জুয়েলারি প্রতিষ্ঠানের সংখ্যা ২ হাজার ৩১০টি। ভ্যাট নিবন্ধন বিহীন এসব প্রতিষ্ঠানের তালিকা পাঠানো হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর কাছে। এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমানের কাছে সম্প্রতি এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এর সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায়।

রোববার (২৩ মার্চ) বাজুস এ তথ্য জানিয়েছে।

এনবিআর চেয়ারম্যানকে লেখা ওই চিঠিতে বলা হয়েছে, ‘দেশের বিভিন্ন জেলায় কর ও ভ্যাট নিবন্ধন বিহীন অসংখ্য জুয়েলারী প্রতিষ্ঠান রয়েছে। ইতোপূর্বে আমরা জাতীয় রাজস্ব বোর্ডকে ঢাকা মহানগরীর কর ও ভ্যাট নিবন্ধন বিহীন ২৩৩০টি জুয়েলারী প্রতিষ্ঠানের তালিকা প্রদান করেছিলাম। সরকারের যথাযথ ভ্যাট আদায়ের লক্ষ্যে এতদসঙ্গে কর ও ভ্যাট নিবন্ধন বিহীন ৪১ জেলার ২৩১০টি জুয়েলারী প্রতিষ্ঠানের তালিকা প্রদান করা হলো।’চিঠিতে আরও বলা হয়, ‘আশা করছি এসকল জুয়েলারী প্রতিষ্ঠান ভ্যাট নিবন্ধনের আওতায় আসলে সরকারের রাজস্ব আহরণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।’

বাজুসের তালিকায় দেখা যায়, ঢাকা বিভাগের নরসিংদীতে ৪৯ টি, টাঙ্গাইলে ১৯৯ টি, নারায়ণগঞ্জে ১২৪ টি ও গাজীপুরে ১৭ টি জুয়েলারি প্রতিষ্ঠানের ভ্যাট নিবন্ধন নেই। ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহে ৩৪ টি, জামালুপুরে ২৪ টি, নেত্রকোণায় ২৫ টি ও শেরপুরে ২৫ টি প্রতিষ্ঠানের ভ্যাট নিবন্ধন নেই। অন্যান্য বিভাগের জুয়েলারি প্রতিষ্ঠানের ভ্যাট নিবন্ধন না থাকার তথ্য বাজুস ওই চিঠিতে উল্লেখ করেছে।

এর আগে, ২ হাজার ৩৩০ জুয়েলারি প্রতিষ্ঠান ভ্যাট নিবন্ধন নেই জানিয়ে সংগঠনের সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায় সই করা এক চিঠিতে উল্লেখ করা হয়েছিলো, ‘আমাদের ধারণা এসব জুয়েলারি প্রতিষ্ঠান সরকারের কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে জুয়েলারি ব্যবসা পরিচালনা করে আসছে। তাই বাজুস মনে করে এসব জুয়েলারি প্রতিষ্ঠানকে কর ও ভ্যাটের নিবন্ধনের আওতায় আনা হলে উল্লেখযোগ্য হারে রাজস্ব আহরণ সম্ভব। এই অবস্থায় সরকারের রাজস্ব আহরণের আওতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা মহানগরীর জুয়েলারি প্রতিষ্ঠানের একটি তালিকা এতদসঙ্গে সংযুক্ত করে দেওয়া হলো।’

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/আরএস

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)

বিজ্ঞাপন

ঈদের স্পেশাল শাহী জর্দা
২৫ মার্চ ২০২৫ ১৬:৪১

আরো

সম্পর্কিত খবর