Tuesday 25 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানুষের জন্য ফাউন্ডেশনের নতুন চেয়ারপারসন পারভীন মাহমুদ

সিনিয়র করেসপন্ডেন্ট 
২৩ মার্চ ২০২৫ ২২:০৭

পারভীন মাহমুদ

ঢাকা: মানুষের জন্য ফাউন্ডেশনের (এমজেএফ) চেয়ারপারসন হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন পারভীন মাহমুদ। এ পদে মনোনীত হওয়ার আগে তিনি এমজেএফ-এর পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

রোববার (২৩ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে মানুষের জন্য ফাউন্ডেশন এ তথ্য জানিয়েছে।

পারভীন মাহমুদ বাংলাদেশের আর্থিক এবং উন্নয়ন খাতে একজন পথিকৃৎ। তিনি ইন্সটিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) প্রথম নারী প্রেসিডেন্ট এবং সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের প্রথম নারী বোর্ড সদস্য এবং প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৭ সালে তিনি সিএ ফিমেল ফোরাম– উইমেন ইন লিডারশিপ কমিটি, আইসিএবি প্রতিষ্ঠা করেন এবং ২০১৯ সাল পর্যন্ত সাফা উইমেন ইন লিডারশিপ কমিটি-র ভাইস চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন।

বর্ণাঢ্য ক্যারিয়ারে পারভীন মাহমুদ উন্নয়ন ও বেসরকারি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ক্যারিয়ারের শুরুতে তিনি ব্র্যাকে কাজ করেন। এরপর তিনি এসিএনএবিআইএন অ্যান্ড কো., চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস-এর পার্টনার, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং গ্রামীণ টেলিকম ট্রাস্ট-এর প্রতিষ্ঠাতা ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি শাশা গার্মেন্টস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং আরডিআরএস বাংলাদেশ-এর চেয়ারপারসন। বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

ছোট ও মাঝারি উদ্যোক্তা (এসএমই) খাতের উন্নয়নে তিনি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। তিনি এসএমই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বোর্ড সদস্য এবং এসএমই উইমেনস ফোরামের আহ্বায়ক ছিলেন। জাতিসংঘের ইউএনসিটিএডি/আইএসএআরের কনসালটেটিভ গ্রুপ অন সোশ্যাল ইন্ডিকেটরস-এর ওয়ার্কিং গ্রুপের সদস্য হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। নারী ক্ষমতায়ন, আর্থিক উন্নয়ন এবং সামাজিক ন্যায়বিচারের প্রতি তার দীর্ঘদিনের অবদানের মাধ্যমে পারভীন মাহমুদের নেতৃত্বে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) আরও শক্তিশালী ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বিশিষ্ট শিল্পপতি সৈয়দ মঞ্জুর এলাহী দীর্ঘদিন এমজেএফ- এর চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত ১২ মার্চ সিঙ্গাপুরের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারভীন মাহমুদ সাবেক চেয়ারপারসনের স্থলাভিশিক্ত হয়েছেন।

সারাবাংলা/ইএইচটি/এইচআই

আইসিএবি পারভীন মাহমুদ। মানুষের জন্য ফাউন্ডেশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর