Wednesday 26 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেট্রোরেলের আদলে বানানো কমিউটার ট্রেনের উদ্বোধন ২৬ মার্চ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ মার্চ ২০২৫ ১৯:৩৮ | আপডেট: ২৩ মার্চ ২০২৫ ২০:৩৭

কমিউটার ট্রেন। ছবি: সংগৃহীত

ঢাকা: মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে আগামী ২৬ মার্চ ঢাকা-নরসংদী-ভৈরববাজার-নরসংদী-ঢাকা রুটে নতুন একজোড়া কমিউটার ট্রেন চালু হচ্ছে। যেগুলো মেট্রোরেলের আদলে তৈরি বলে জানা গেছে। ওই দিন এই ট্রেনের উদ্বোধন করবেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ভৈরববাজার থেকে ছেড়ে আসা নরসিংদী কমিউটার-১ ট্রেনটিকে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে স্বাগত জানাবেন তিনি।

রোববার (২৩ মার্চ) রেলপথ মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, নরসিংদী কমিউটার-১ ট্রেনটি সকাল ৬টা ৪৫মিনিটে ভৈরব বাজার থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে সকাল ৯টা ৫ মিনিটে। ট্রেনটি দৌলতকান্দি, মেথিকান্দা, নরসিংদী, আড়িখোলা, টঙ্গী, ঢাকা বিমানবন্দর, ঢাকা ক্যান্টনমেন্ট ও তেজগাঁও স্টেশনে যাত্রা বিরতি করবে। অন্যদিকে, নরসিংদী কমিউটার-৪ কমলাপুর রেলস্টেশন, ঢাকা থেকে সন্ধ্যা সাড়ে ৬টায় ছেড়ে ভৈরববাজার পৌঁছাবে রাত সকাল ৯টা ১০মিনিটে। নরসিংদী কমিউটার-৪ তেজগাঁও, ঢাকা বিমানবন্দর, টঙ্গী, পুবাইল, আড়িখোলা, নরসিংদী ও মেথিকান্দায় যাত্রাবিরতি করবে। কমিউটার ট্রেন দু’টির টিকেট সংশ্লিষ্ট কাউন্টার হতে ইস্যু করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যাত্রীদের স্বাচ্ছন্দ ভ্রমণের সুবিধার্থে আগামী ২৬ মার্চ মানোন্নয়নকৃত ১১টি কোচ দ্বারা নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনের রেক প্রতিস্থাপন করা হবে। ফলে বিদ্যমান আট জোড়া কমিউটার ট্রেনের কোচ নতুন কোচ দ্বারা প্রতিস্থাপিত হবে।

উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর ঢাকা-জয়দেবপুর-ঢাকা রুটে চলাচলকারী চার জোড়া কমিউটার ট্রেন উদ্বোধনকালে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ২০২৫ সালের ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ঢাকা হতে নরসংদী ও নারায়ণগঞ্জের মধ্যে চলাচলকারী কমিউটার ট্রেন উদ্বোধন করা হবে বলে ঘোষণা দেন।

বিজ্ঞাপন

এর ধারাবাহিকতায় এই দুই রুটে রেলওয়ে বহরে নতুন এই কমিউটার ট্রেন যুক্ত হচ্ছে। মূলত এর মাধ্যমে ঢাকা, জয়দেবপুর, নারায়ণগঞ্জ, নরসংদী, ভৈরববাজার ও এর আশপাশের কর্মজীবী ও অফিসগামী মানুষ নিজ বাড়িতে থেকে সহজে ঢাকায় দাফতরিক ও দৈনন্দিন কাজ সম্পাদনে সক্ষম হবেন। তাছাড়া এতে রাজধানীর যানজটও অনেকাংশে কমবে।

সারাবাংলা/জেআর/এমএইচ/পিটিএম

২৬ মার্চ উদ্বোধন কমিউটার ট্রেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর