Wednesday 26 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোটার হালনাগাদে নতুন নিবন্ধন সাড়ে ৪৭ লাখ, চলবে ৫ মে পর্যন্ত

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ মার্চ ২০২৫ ১৮:৫৮ | আপডেট: ২৩ মার্চ ২০২৫ ২০:৩৭

নির্বাচন কমিশন ভবন। সারাবাংলা ফাইল ছবি

ঢাকা: জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর বলেছেন, ২২ মার্চ পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে এ পর্যন্ত ৪৭ লাখ ৫৪ হাজার ভোটারের নিবন্ধন সম্পন্ন হয়েছে। এ কার্যক্রম চলবে ৫ মে পর্যন্ত।

রোববার (২৩ মার্চ) দুপুর আড়াইটার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এ সময় হুমায়ুন কবীর জানান, ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম চলার কারণে নির্বাচন কমিশনের (ইসি) কমকর্তারা ব্যস্ত। এ কারণে এনআইডির পেন্ডিং আবেদন নিষ্পত্তিতে বেশি সময় লাগছে।

বিজ্ঞাপন

এনআইডি মহাপরিচালক বলেন, ‘চার লাখ এনআইডি আবেদন পেন্ডিং আছে, সেগুলো আমাদের আগামী ছয় মাসের মধ্যে ক্লিয়ার করতে হবে। আমরা তিন লাখ ৭৮ হাজারের একটা আবেদন তিন মাসের ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে শেষ করার একটি বিষয় বলেছিলাম। তার পর আমাদের একটা প্রক্রিয়া ছিল। সেগুলো শেষ করে যখন আমরা কাজ শুরু করতে যাই তখন ২৯ ডিসেম্বর। এরই মধ্যে আড়াই মাস পার হয়ে গেছে। গত ১৬ মার্চ পর্যন্ত আমরা দুই লাখ ৭৮ হাজার আবেদন শেষ করতে পেরেছি। কিন্তু এর মধ্যে আমাদের কাছে আরও তিন লাখ দুই হাজার আবেদন জমা পড়ে।’

তিনি বলেন, ‘মাঠে এখন ভোটার নিবন্ধনের কাজ চলছে। অফিসাররা এ কাজে বেশ ব্যস্ত। ২২ মার্চ পর্যন্ত ৪৭ লাখ ৫৪ হাজার ভোটারে নিবন্ধন হয়েছে। ভোটার নিবন্ধনের কাজে ব্যস্ত থাকার কারণে কর্মকর্তারা এনআইডি আবেদনের কাজে মন দিতে পারেননি।’

ভোটার নিবন্ধনের কাজ ৫ মে শেষ হবে জানিয়ে তিনি আরও বলেন, ‘৫ মে পর্যন্ত ব্যস্ত থাকবেন অফিসাররা। এই ব্যস্ততার কারণে এনআইডি সংশোধনে মনোযোগ দেওয়া যায়নি। এ জন্য সিদ্ধান্ত হয়েছিল যে, আগে ভোটার নিবন্ধনের কাজ শেষ হোক। যখন ভোটার নিবন্ধনের কাজটা কমে আসবে তখন আমরা পুরো মনোযোগ দিতে পারব।’

বিজ্ঞাপন

এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবীর বলেন, ‘প্রত্যেক জেলা-উপজেলায় যেন নিয়মিত এনআইডি আবেদন সংশোধনের প্রক্রিয়া মনিটরিং করা যায়, সেই সিস্টেম ডেভেলপ করা হচ্ছে।’

এনআইডি সংশোধনের কাজে আর্থিক লেনদেনে অভিযোগের বিষয়ে তিনি আরও বলেন, ‘কিছু কিছু জায়গায় এই চক্র কাজ করছে। কেউ কেউ টাকা পয়সা নিয়েছে এমন অভিযোগও আমি পেয়েছি। এক্ষেত্রে আমরা ডিবিকে (পুলিশের গোয়েন্দা সংস্থা) কাজে লাগিয়েছি এবং তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। ঠাকুরগাঁয়ে আমাদের একজন ডাটা এন্ট্রি অপারেটরকে ধরা হয়েছে। তার নামে মামলা হয়েছে।’ এ ছাড়া নরসিংদীতে দু’জনের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানান তিনি।

সারাবাংলা/এনএল/পিটিএম

টপ নিউজ নতুন নিবন্ধন ভোটার হালনাগাদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর