Wednesday 26 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৩ মার্চ ২০২৫ ১৮:৩৭

প্রতীকী ছবি

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বসতঘরের ফ্রিজের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইয়াসমিন আক্তার পলি (২৩) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

রোববার (২৩ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চর নাঙ্গলীয়া গ্রামে জামশেদের ব্যাপারির বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ইয়াসমিন আক্তার একই গ্রামের জাহিদুল ইসলামের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মত ইয়াসমিন তার গৃহস্থালির কাজ করছিলেন। কাজের মাঝে ঘরে প্রবেশ করার পর দীর্ঘ সময় সে আর ঘর থেকে বের না হওয়ায় তার বড় জা রহিমা ডাকাডাকি করলে তার কোনো সাড়া শব্দ না পেয়ে ইয়াসমিনের ঘরে ঢুকেন। সেখানে তিনি ইয়াসমিনকে ফ্রিজের পাশে পড়ে থাকতে দেখেন। ইয়াসমিনের হাতে একটি মুরগির বাচ্চা ছিল। সেটিও তার হাতের মধ্যে মরা অবস্থায় পড়ে থাকে। এ সময় তার হাতের কবজির সঙ্গে ফ্রিজের পেছনের বৈদ্যুতিক তার জড়িয়ে ছিল। ওই তারের প্লাস্টিকের কভার পুড়ে যায়। নিহতের ডান হাতের বাহু পর্যন্ত চামড়া পুড়ে যায়।

নিহত ইয়াসমিনের তাহফিকা নামে ১৯ মাস বয়সী একটি কন্যা রয়েছে। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মিয়া জানান, গৃহবধূ নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে । পরে বিস্তারিত জানানো হবে।

সারাবাংলা/এসডব্লিউ

বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধুর মৃত্যু