Wednesday 26 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্রেড উন্নতকরণের দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর ইউএপিইএ অ্যাসোসিয়েশনের স্মারকলিপি

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২৩ মার্চ ২০২৫ ১৭:৪২ | আপডেট: ২৩ মার্চ ২০২৫ ১৭:৪৫

প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশন লালমনিরহাটের নেতৃবৃন্দ

লালমনিরহাট: প্রাথমিক শিক্ষা অধিদফতরের মাঠ পর্যায়ের উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারকে ১০ম গ্রেড থেকে ৯ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশন লালমনিরহাটের নেতৃবৃন্দ।

রোববার (২৩ মার্চ) দুপুরে লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের মাধ্যমে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন তারা।

বিজ্ঞাপন

স্মারকলিপিতে সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ উল্লেখ করেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাংগঠনিক কাঠামোভুক্ত ‘উপজেলা/থানা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার (ইউএপিইও) পদটি ১৯৭৮ সালে সৃষ্টি হয়েছে। পরবর্তীতে ১৯৯৪ সালে সংশোধিত নিয়োগবিধি অনুযায়ী পদটি ১০ম গ্রেডে উন্নীত করা হয়। সে সময়ের অধস্তন প্রধান শিক্ষক পদটি ১৭তম গ্রেডে এবং সহকারী শিক্ষক পদটি ১৮তম গ্রেডে ছিল। পরবর্তিতে প্রধান শিক্ষক পদটি কয়েক দফায় উন্নীত করার ফলে ২০১৪ সালে ১১তম গ্রেড এবং সম্প্রতি উচ্চতর আদালতের রায়ে ১০ম গ্রেড ও সহকারী শিক্ষক পদটি চার দফায় ২০২০ সালে ১৩তম গ্রেডভুক্ত হয়। উল্লেখ্য ১৯৯৪ থেকে ২০২২ খ্রিষ্টাব্দ পর্যন্ত এই দফতরের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও পিটিআই সুপারিনটেনডেন্ট পদটি ৯ম গ্রেড থেকে ৬ষ্ঠ গ্রেডে এবং পিটিআই ইন্সট্রাক্টর পদটি ৩য় শ্রেণি থেকে ১ম শ্রেণি (৯ম গ্রেড) উন্নীতকরণ করা হয়েছে। এ ছাড়াও উপজেলা পর্যায়ের অন্যান্য দফতরের সমগ্রেডের কর্মকর্তারা এই দীর্ঘ ৩০ বছরে ১০ম গ্রেড থেকে ৯ম গ্রেডে উন্নীতকরণ হয়েছে। কিন্তু দীর্ঘ ৩০ বছর ধরে ইউএপিইও পদটি ১০ম গ্রেডেই অপরিবর্তিত রয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়াও প্রধান উপদেষ্টা বরাবর দেওয়া ওই স্মারকলিপিতে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তারা তাদের বর্তমান পরিস্থিতি তুলে ধরে ১০ম থেকে ৯ম গ্রেডে উন্নতকরণের ক্ষেত্রে নানা প্রয়োজনীয়তা, যৌক্তিকতাসহ অন্যান্য তথ্যাদি উপস্থাপন করেন।

স্মারকলিপি দেওয়ার সময় বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশন সংগঠনটির লালমনিরহাট জেলা শাখার সভাপতি রণবীর কুমার নায়েক, সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এইচআই

ইউএপিইএ অ্যাসোসিয়েশন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার গ্রেড উন্নতকরণ প্রধান উপদেষ্টা বরাবর লালমনিরহাট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর