Wednesday 26 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় হাজতির প্রহারে পুলিশ আহত

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৩ মার্চ ২০২৫ ১৭:২৬

আহত এটিএসআই শুভংকর সাহা (মাঝে)।

খুলনা: খুলনা মুখ্য মহানগর হাকিম আদালতের সামনে গারদখানায় পুলিশ ও হাজতির মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্ষুব্ধ হাজতির প্রহারে হাজতখানার এটিএসআই শুভংকর সাহা ওরফে শুভ (৫০) আহত হয়েছেন।

রোববার (২৩ মার্চ) সকালে এ ঘটনা ঘটে। তাকে খুলনা জেনারেল হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এডিসি কোট (প্রসিকিউশন) মো. হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল ১১টার দিকে ওই হাজতখানার মধ্যে তিন জন আসামি ছিলেন। তাদের মধ্যে একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত ছিলেন। স্ত্রীর দায়ের করা মামলায় তাকে আদালতে উপস্থিত করা হয়। অপরজন সোনাডাঙ্গা থানার ডাকাতি মামলার আসামি। ৪১ শিপইয়ার্ড মেইন রোড মতিয়াখালী লবণচরা এলাকার বাসিন্দা ইউনুস শেখের ছেলে মো. জাহিদুল ইসলাম রাজ ওরফে রাজউজ্জামান রাজু ওরফে গলাকাটা রাজু মূলত এ ঘটনার সূত্রপাত ঘটান। তার নেতৃত্বে তিন আসামি প্রথমে হাজতখানার দু’টি ক্যামেরার ক্যাবল সংযোগ বিচ্ছিন্ন এবং পরে তা ভাংচুর করে। এসব জানার পরে এটিএসআই শুভংকর ওই তিন আসামির কাছে বিষয়টি জানতে চায়। তখন ক্ষিপ্ত হয়ে ওই তিন আসমি তাকে মারধর করতে থাকেন। এক পর্যায়ে তাদের আঘাতে এটিএসআই’র মাথা ফেটে রক্ত বের হতে থাকে। পরবর্তীতে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা পুলিশ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

তিনি আরও জানান, ওই তিন আসামি শোরগোল সৃষ্টি করে হাজতখানা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু পুলিশের তৎপরতার কারণে তারা সেখান থেকে পালিয়ে যেতে পারেনি। সংবাদ জেনে আদালত চত্বরে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়। তবে এ ঘটনায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসডব্লিউ

আহত পুলিশ পুলিশ ও হাজতির মধ্যে হাতাহাতি